আরারিয়ায় প্রধানমন্ত্রীর নির্বাচনী সভায় বিপুল ভিড় জনতার
আরারিয়া, ৬ নভেম্বর (হি.স.): বৃহস্পতিবার আরারিয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্বাচনী সভায় বিপুল সংখ্যক মানুষ জড়ো হয়েছিলেন। এদিন প্রধানমন্ত্রী বলেন, আজ থেকে প্রথম দফার ভোটগ্রহণ শুরু হয়েছে। সোশ্যাল মিডিয়ায় বিহারের বিভিন্ন প্রান্ত থেকে ছবি আ
প্রধানমন্ত্রী


আরারিয়া, ৬ নভেম্বর (হি.স.): বৃহস্পতিবার আরারিয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্বাচনী সভায় বিপুল সংখ্যক মানুষ জড়ো হয়েছিলেন। এদিন প্রধানমন্ত্রী বলেন, আজ থেকে প্রথম দফার ভোটগ্রহণ শুরু হয়েছে। সোশ্যাল মিডিয়ায় বিহারের বিভিন্ন প্রান্ত থেকে ছবি আসছে। সকাল থেকেই ভোটকেন্দ্রগুলিতে লম্বা লাইন দেখা যাচ্ছে। বিহারের মা, বোন এবং কন্যারা বিপুল সংখ্যায় ভোট দিচ্ছেন। বিহারের তরুণদের মধ্যেও দারুণ উৎসাহ রয়েছে। আমি সকল ভোটারদের অভিনন্দন জানাই।

আজ আমি আপনাদের ভোটের শক্তি সম্পর্কে বলছি। আপনাদের পূর্বজরা বিহারকে সামাজিক ন্যায়বিচারের ভূমিতে পরিণত করেছিল। কিন্তু তারপর ৯০-এর দশকে বিহারে আরজেডি-র জঙ্গলরাজ ছিল। জঙ্গলরাজ মানে - পিস্তল, নিষ্ঠুরতা, দুর্নীতি এবং অপশাসন। এটিই বিহারের দুর্ভাগ্যর কারণ হয়ে ওঠে।

তিনি এও বলেন, এনডিএ-র একটাই সংকল্প, সবার জন্য শিক্ষা, সবার জন্য চিকিৎসা, সবার জন্য আয়। যেখানে জমিতে জল নেই, সেখানে সেচের ব্যবস্থা করা হবে। এই মন্ত্র অনুসরণ করে এনডিএ সরকার হাজার কোটি টাকার পরিকল্পনার মাধ্যমে কোসি এবং মেচি নদীকে সংযুক্ত করছে। লক্ষ্য হল বন্যা প্রবণতা কমানো এবং কৃষকদের জন্য সেচের সুবিধা প্রদান করা।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande