
নয়াদিল্লি, ৬ নভেম্বর (হি.স.): লোকসভার বিরোধী দলনেতা তথা কংগ্রেস নেতা রাহুল গান্ধীর তীব্র সমালোচনা করলেন দিল্লির মন্ত্রী মনজিন্দর সিং সিরসা। তিনি বলেন, রাহুল গান্ধী ভারসাম্যহীন হয়ে পড়েছেন। তিনি নিজের শৈশবে ফিরে যাচ্ছেন। একজন ব্যক্তি বড় হন, কিন্তু রাহুল গান্ধী শৈশবে ফিরে যাচ্ছেন। তিনি বিনোদনের একটি মাধ্যম হয়ে উঠেছেন। এখন, কপিলের শো কম লোক দেখছে এবং রাহুলের শো বেশি দেখছে।
দিল্লিতে বায়ুদূষণ প্রসঙ্গে মনজিন্দর সিং সিরসা বলেন, দূষণ অনেকাংশে নিয়ন্ত্রণে এসেছে। গত ১০ বছরের তুলনায় গতকাল দিনটি ছিল খুবই পরিষ্কার। এয়ার কোয়ালিটি ইন্ডেক্স ছিল প্রায় ২০০। আমাদের পরিবেশ বিভাগ, এমসিডি, দিল্লি সরকার, জল বোর্ড, পূর্ত দফতর এবং অন্যান্য সমস্ত সংস্থা সম্মিলিত প্রচেষ্টা চালাচ্ছে। তারা সকলেই হটস্পটগুলিতে কাজ করছে, মসৃণ ট্র্যাফিক ব্যবস্থাপনা নিশ্চিত করছে এবং শিল্প দূষণ দূর করছে। সিরসা বলেন, যারা ১০ বছর ধরে দিল্লিকে ধ্বংস করে দিয়েছে, তারা কীভাবে এই সত্যটি হজম করবে যে দিল্লির উন্নতি হতে শুরু করেছে এবং দূষণের মাত্রা কমতে শুরু করেছে? দূষণ জাদু কাঠি দিয়ে কমানো যাবে না, তবে কঠোর পরিশ্রমের মাধ্যমে কমতে শুরু করেছে। দিল্লির মানুষ আমাদের সমর্থন করছে এবং সেই কারণেই গত ১০ বছরের তুলনায় প্রতিদিনই উন্নতি হচ্ছে।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌমিতা