
পাটনা, ৬ নভেম্বর (হি.স.): বৃহস্পতিবার বিহারে চলছে বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণ। এদিন এই নির্বাচন প্রসঙ্গে দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা বলেন, বিহারের মানুষ অবশ্যই জানেন তাঁদের কোনটা প্রয়োজন। গত ১৫-২০ বছরে তাঁরা রাজ্যে উল্লেখযোগ্য অগ্রগতি দেখেছেন। তাঁরা পুরোপুরি বুঝতে পেরেছেন যে, বিহারের উন্নয়ন শুধুমাত্র প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে এনডিএ-র নির্দেশনায় এবং বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের সরকারের পক্ষেই করা সম্ভব। আমি আত্মবিশ্বাসী যে এনডিএ এখানে পূর্ণ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করবে। এনডিএ জোট গতবারের থেকেও বেশি আসন পাবে ও ভোটে জিতবে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ