
হাজিপুর, ৬ নভেম্বর (হি.স.): নিজের ভোটাধিকার প্রয়োগ করে গণতন্ত্রের মহাপর্বে যোগ দিলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা নিত্যানন্দ রাই। বৃহস্পতিবার সকালে বিহারের হাজিপুরের একটি ভোটদান কেন্দ্রে গিয়ে ভোট দিয়েছেন নিত্যানন্দ রাই ও তাঁর স্ত্রী। ভোট দেওয়ার পর নিত্যানন্দ বলেন, আমাদের সকলেরই গণতন্ত্রের উৎসবটি অত্যন্ত উৎসাহের সঙ্গে উদযাপন করা উচিত। আজ বিহারে প্রথম দফার ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। আমরা সকল ভোটারকে ভোট দেওয়ার এবং এই 'লোকতন্ত্রের মহাপর্ব' উদযাপন করার জন্য অনুরোধ করছি।
উল্লেখ্য, বিহারে সুষ্ঠুভাবেই চলছে বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণ। বৃহস্পতিবার সকাল ৭টা থেকে শুরু হয় ভোটগ্রহণ, দুই ঘণ্টায় সকাল ৯টা পর্যন্ত ভোটের হার প্রায় ১৩.১৩ শতাংশ।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌমিতা