
পূর্ব চম্পারণ, ৬ নভেম্বর (হি.স.) : বিহারে প্রথম দফার ভোটের দিনই কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী বঢরা বললেন, সুষ্ঠু নির্বাচন হলে বিহারে জিতবে না এনডিএ। বৃহস্পতিবার বিহারের পূর্ব চম্পারণের গোবিন্দগঞ্জে এক নির্বাচনী জনসভায় প্রিয়াঙ্কা বলেন, দেশের প্রধানমন্ত্রী, তিনি যেখানেই যান না কেন, তিনি বলেন যে বিরোধী নেতারা পশ্চিমবঙ্গ, কেরল এবং বিহারের জনগণকে অপমান করছেন। আমরা আপনাদের অধিকার, আপনাদের (জনগণের) ক্ষমতায়নের কথা বলছি। গতকাল, রাহুল গান্ধী দেখিয়েছেন যে হরিয়ানার নির্বাচনে ভোট কারচুপি করা হয়েছে। ২৫ লক্ষ ভুয়ো ভোট। এখন তাদের অহংকার এতটাই যে তারা আপনাদের ভোটকে অসম্মান করে। বিহারে ৬৫ লক্ষ ভোট মুছে ফেলা হয়েছে। আমি গ্যারান্টি দিতে পারি যে যদি এখানে সুষ্ঠু নির্বাচন হয়, তাহলে আপনারা এই সরকারকে ফেলে দেবেন এবং একটি নতুন সরকার গঠন করবেন।
হিন্দুস্থান সমাচার / মৌমিতা