
পাটনা, ৬ নভেম্বর (হি.স.): বিহার বিধানসভা নির্বাচনে সস্ত্রীক ভোট দিলেন বিজেপি নেতা রবিশঙ্কর প্রসাদ। বৃহস্পতিবার সকালে পাটনার একটি ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিয়েছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা রবিশঙ্কর প্রসাদ ও তাঁর স্ত্রী মায়া শঙ্কর। ভোট দেওয়ার পর রবিশঙ্কর প্রসাদ বলেন, বিহারের ফলাফল ঐতিহাসিক ও নির্ণায়ক হবে।
রবিশঙ্কর প্রসাদ বলেন, জনগণ অত্যন্ত উৎসাহের সঙ্গে ভোট দিচ্ছেন। তাঁরা তা অব্যাহত রাখবেন। তিনি (তেজস্বী যাদব) কেবল ভোটের জন্যই ভোট দিয়েছেন। তাঁর মুখ্যমন্ত্রী হওয়ার কোনও সম্ভাবনা নেই। বিহারের ফলাফল ঐতিহাসিক এবং নির্ণায়ক হবে। লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর ভোট চুরির অভিযোগ সম্পর্কে তিনি বলেন, এটি ব্যর্থ প্রমাণিত হয়েছে। তাঁর সমস্ত দাবি মিথ্যা প্রমাণিত হয়েছে। তিনি মিথ্যা বলার ক্ষেত্রে বিশেষজ্ঞ।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌমিতা