মহাজোট পরাজয় স্বীকার করে নিয়েছে, এনডিএ-র 'মহাবিজয়' নিশ্চিত : শিবরাজ চৌহান
নয়াদিল্লি, ৬ নভেম্বর (হি.স.): কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে কটাক্ষ করলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা শিবরাজ সিং চৌহান। বিহারের ভোট প্রসঙ্গে তিনি বলেন, মহাজোট পরাজয় স্বীকার করে নিয়েছে, এনডিএ-র ''মহাবিজয়'' নিশ্চিত। বৃহস্পতিবার শিবরাজ বলেন, র
শিবরাজ চৌহান


নয়াদিল্লি, ৬ নভেম্বর (হি.স.): কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে কটাক্ষ করলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা শিবরাজ সিং চৌহান। বিহারের ভোট প্রসঙ্গে তিনি বলেন, মহাজোট পরাজয় স্বীকার করে নিয়েছে, এনডিএ-র 'মহাবিজয়' নিশ্চিত। বৃহস্পতিবার শিবরাজ বলেন, রাহুল গান্ধী ইতিমধ্যেই নিজের পরাজয় স্বীকার করে নিয়েছেন। ভোটের একদিন আগে, তিনি ভোট চুরির অভিযোগ করেছেন। জনগণ তাঁদের ভোট দেয় না এবং তিনি বলেছেন যে ভোট চুরি হয়েছে। মানুষ মাছ ধরা বা জিলিপি তৈরির জন্য ভোট দেবে না। তাই, মহাজোট ইতিমধ্যেই পরাজয় স্বীকার করে নিয়েছে এবং এনডিএ-র 'মহাবিজয়' নিশ্চিত।

শিবরাজ আরও বলেন, আজকের ভোট এমনিতেই এনডিএ-র বিশাল জয়ের গল্প বলছে। বিহারের মানুষ 'সুশাসন', উন্নয়ন এবং জনকল্যাণের জন্য ভোট দিচ্ছে। নিজের শাসনকালে লালু শাসন নয়, নিপীড়ন করেছেন। ভয়, দুর্নীতি, ক্ষুধা বিহারের পরিচয় হয়ে উঠেছিল। কিন্তু এখন ভয় নেই বরং আস্থা আছে, দুর্নীতি নেই বরং উদ্ভাবন আছে, জঙ্গলরাজ নেই বরং সুশাসন আছে। জনকল্যাণের ইতিহাস লেখা হয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌমিতা




 

 rajesh pande