ভাগলপুর থেকে লোকমান্য তিলক এবং এসএমভিবি বেঙ্গালুরু পর্যন্ত বিশেষ ট্রেন
কলকাতা, ৬ নভেম্বর (হি.স.) : যাত্রীদের অতিরিক্ত ভিড়ের সামাল দিতে, পূর্ব রেলওয়ে ভাগলপুর থেকে লোকমান্য তিলক এবং এসএমভিবি বেঙ্গালুরু পর্যন্ত অসংরক্ষিত একমুখী বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে। ০৩৪০১ ভাগলপুর – লোকমান্য তিলক একমুখী অসংরক্ষিত বিশে
ভাগলপুর থেকে লোকমান্য তিলক এবং এসএমভিবি বেঙ্গালুরু পর্যন্ত বিশেষ ট্রেন


কলকাতা, ৬ নভেম্বর (হি.স.) : যাত্রীদের অতিরিক্ত ভিড়ের সামাল দিতে, পূর্ব রেলওয়ে ভাগলপুর থেকে লোকমান্য তিলক এবং এসএমভিবি বেঙ্গালুরু পর্যন্ত অসংরক্ষিত একমুখী বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে।

০৩৪০১ ভাগলপুর – লোকমান্য তিলক একমুখী অসংরক্ষিত বিশেষ ট্রেন ০৭.১১.২০২৫ তারিখে ভাগলপুর থেকে ০৫:০০ টায় ছেড়ে পরের দিন ১৭:২০ টায় লোকমান্য তিলক পৌঁছাবে। ট্রেনটি পূর্ব রেলওয়ের এক্তিয়ারের সুলতানগঞ্জ, বারিয়ারপুর, জামালপুর, আভাইপুর এবং কাজরা স্টেশনে থামবে। ট্রেনটিতে জেনারেল সেকেন্ড ক্লাস থাকার ব্যবস্থা থাকবে।

০৩৪০৩ ভাগলপুর – এসএমভিবি বেঙ্গালুরু একমুখী অসংরক্ষিত বিশেষ ট্রেন ০৭.১১.২০২৫ তারিখে ভাগলপুর থেকে ২২:৩০ টায় ছেড়ে তৃতীয় দিনে ২২:৩০ টায় এসএমভিবি বেঙ্গালুরু পৌঁছাবে। ট্রেনটি পূর্ব রেলওয়ের আওতাধীন সুলতানগঞ্জ, জামালপুর, ধরহরা এবং আভাইপুর স্টেশনে থামবে। ট্রেনটিতে জেনারেল দ্বিতীয় শ্রেণীর থাকার ব্যবস্থা থাকবে।

হিন্দুস্থান সমাচার / অশোক সেনগুপ্ত




 

 rajesh pande