
নয়াদিল্লি ও বারাণসী, ৬ নভেম্বর (হি.স.): দু'দিনের সফরে শুক্রবার বারাণসী যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার আগে বৃহস্পতিবার প্রস্তুতি খতিয়ে দেখলেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বারাণসী সফরের আগে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এদিন বারাণসী রেল স্টেশন পরিদর্শন করেছেন। পরিদর্শনের আগে, মুখ্যমন্ত্রী যোগী কাল ভৈরব মন্দির এবং কাশী বিশ্বনাথ মন্দিরে প্রার্থনা করেছেন।
৭ নভেম্বর থেকে দুই দিনের বারাণসী সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আসার কথা রয়েছে। প্রধানমন্ত্রী বাবতপুর বিমানবন্দরে পৌঁছবেন, যেখানে তাঁকে জাঁকজমকপূর্ণ স্বাগত জানানো হবে। পৌঁছানোর পর তিনি সরাসরি বিএলডব্লিউ গেস্ট হাউসে যাবেন। একই দিনে, প্রধানমন্ত্রী মোদী ভারতীয় জনতা পার্টির (বিজেপি) প্রবীণ নেতা এবং শহর ও অঞ্চলের বিশিষ্ট ব্যক্তিত্বদের সঙ্গে একটি বৈঠক করবেন। তাঁর সফরকালে, প্রধানমন্ত্রী বারাণসী থেকে খাজুরাহো যাওয়ার জন্য বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের যাত্রার সূচনা করবেন। বারাণসীতে প্রধানমন্ত্রী মোদীর সংবর্ধনার প্রস্তুতি ইতিমধ্যেই শুরু হয়ে গেছে।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌমিতা