বিহারের ভোট পর্যবেক্ষণ করতে নালন্দায় কলম্বিয়ার প্রতিনিধিদল
পাটনা, ৬ নভেম্বর (হি.স.): বৃহস্পতিবার বিহারের প্রথম দফার ভোটগ্রহণ পর্যবেক্ষণ করতে কলম্বিয়ার একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল নালন্দা সফরে আসেন। ওই প্রতিনিধিদল একটি মডেল ভোটগ্রহণ কেন্দ্র পরিদর্শন করেন। সেখানে সামগ্রিক নির্বাচন প্রক্রিয়া, নির্বাচনী
বিহারের ভোট পর্যবেক্ষণ করতে নালন্দায় কলম্বিয়ার প্রতিনিধিদল


পাটনা, ৬ নভেম্বর (হি.স.): বৃহস্পতিবার বিহারের প্রথম দফার ভোটগ্রহণ পর্যবেক্ষণ করতে কলম্বিয়ার একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল নালন্দা সফরে আসেন। ওই প্রতিনিধিদল একটি মডেল ভোটগ্রহণ কেন্দ্র পরিদর্শন করেন। সেখানে সামগ্রিক নির্বাচন প্রক্রিয়া, নির্বাচনী আধিকারিকদের কার্যক্রম, শিশুদের জন্য ক্রেশের সুবিধা, বিশেষভাবে সক্ষম ভোটারদের জন্য হুইলচেয়ারের ব্যবস্থা, পানীয় জলের ব্যবস্থা এবং অন্যান্য ন্যূনতম প্রয়োজনীয় সুযোগ-সুবিধাগুলি রয়েছে কিনা তা পর্যবেক্ষণ করেন।

উল্লেখ্য, বিহারের ১৮টি জেলার ১২১টি বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ হচ্ছে এদিন। ১,৩১৪ জন প্রার্থীর ভাগ্য ইভিএম-বন্দি হবে। প্রথম দফার ভোটগ্রহণের তালিকায় রয়েছে— পাটনা, দ্বারভাঙ্গা, মাধেপুরা, সহরসা, মুজফ্‌ফরপুর, গোপালগঞ্জ, সিওয়ান, সারণ, বৈশালী, সমস্তিপুর, বেগুসরাই, লখীসরাই, মুঙ্গের, শেখপুরা, নালন্দা, বক্সার এবং ভোজপুর জেলা।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande