আগামী ২৫ বছরে বিহার কোথায় পৌঁছবে তা নির্ধারণ করার ভোট এবারে : সঞ্জয় কুমার ঝা
পাটনা, ৬ নভেম্বর (হি.স.): বৃহস্পতিবার সকাল ৭টা থেকে বিহারে চলছে বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণ। প্রথম দুই ঘণ্টায় সকাল ৯টা পর্যন্ত ভোটের হার প্রায় ১৩.১৩ শতাংশ। বিহারের ১৮টি জেলার ১২১টি বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ হচ্ছে এদিন। ১,৩১৪ জন প্রার্
আগামী ২৫ বছরে বিহার কোথায় পৌঁছবে তা নির্ধারণ করার ভোট এবারে : সঞ্জয় কুমার ঝা


পাটনা, ৬ নভেম্বর (হি.স.): বৃহস্পতিবার সকাল ৭টা থেকে বিহারে চলছে বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণ। প্রথম দুই ঘণ্টায় সকাল ৯টা পর্যন্ত ভোটের হার প্রায় ১৩.১৩ শতাংশ। বিহারের ১৮টি জেলার ১২১টি বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ হচ্ছে এদিন। ১,৩১৪ জন প্রার্থীর ভাগ্য ইভিএম-বন্দি হবে।

এদিন এই নির্বাচন প্রসঙ্গে জেডি(ইউ) সাংসদ সঞ্জয় কুমার ঝা বলেন, আমরা স্পষ্টতই জনগণের সমর্থনের স্রোত দেখতে পাচ্ছিলাম, বিশেষ করে যখন আমরা দুদিনের পথযাত্রায় মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলাম, সেসময়ে। মানুষ যেভাবে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করছিলেন এবং তাঁদের প্রতিক্রিয়া জানাচ্ছিলেন, তাতেই স্পষ্ট হয়ে গিয়েছিল যে জনগণ সম্পূর্ণরূপে এনডিএ-র পক্ষে। আমার মনে হচ্ছে, মহিলা ভোটাররা বিপুল সংখ্যায় ভোট দিচ্ছেন। কারণ, এনডিএ এবং নীতীশ কুমারের উপর তাঁদের আস্থা রয়েছে।

তিনি বিহারের জনসাধারণের কাছে রাজ্যের উন্নয়নের জন্য ভোট দেওয়ার আবেদন জানিয়ে বলেন, জনগণকে রাজ্যে সুশাসনের জন্য ভোট দিতে হবে। এই নির্বাচন কেবল আগামী পাঁচ বছর কেমন হবে তা নির্ধারণ করার জন্য নয়, বরং আগামী ২৫ বছরে রাজ্যটি কোথায় গিয়ে পৌঁছবে তা নির্ধারণ করার জন্য এবারের ভোট।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande