
নয়াদিল্লি, ৬ নভেম্বর (হি.স.): বৃহস্পতিবার সকাল ৭টা থেকে বিহারে চলছে বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণ। বিহারের ১৮টি জেলার ১২১টি বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ হচ্ছে এদিন। ১,৩১৪ জন প্রার্থীর ভাগ্য ইভিএম-বন্দি হবে। এই ভোট নিয়ে এবার শুভেচ্ছা এলো সুদূর দক্ষিণ আফ্রিকা থেকে।
প্রায় ৭ কোটি ৫০ লক্ষ ভোটারকে নিয়ে বিহার নির্বাচনের জন্য শুভেচ্ছা জানালেন দক্ষিণ আফ্রিকার নির্বাচন কমিশনের চেয়ারপার্সন মোসোথো মোপিয়া। তাঁর কাছ থেকে ভারতের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের কাছে হঠাৎই ফোন আসে। মোসোথো উল্লেখ করেছেন, দক্ষিণ আফ্রিকার সংসদের সদস্যেরা বিশ্বের অন্যতম স্বচ্ছ এবং দক্ষ নির্বাচন ব্যবস্থা সম্পর্কে জানতে শীঘ্রই ভারত সফর করতে চান।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ