
পূর্ণিয়া, ৮ নভেম্বর (হি.স.): আগামী ৫ বছরে বিজেপি ও এনডিএ সরকার সীমাঞ্চলের প্রতিটি অবৈধ কার্যকলাপ নির্মূল করবে। জোর দিয়ে বললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শনিবার বিহারের পূর্ণিয়ায় এক নির্বাচনী প্রচারে অমিত শাহ বলেন, অনুপ্রবেশকারীদের বহিষ্কার করা উচিত কি উচিত নয়? রাহুল বাবা এবং লালুর ছেলে অনুপ্রবেশকারীদের বাঁচাও যাত্রা শুরু করেছেন। তাঁরা চান সীমাঞ্চল অনুপ্রবেশকারীদের দুর্গে পরিণত হোক। কিন্তু, আমরা কেবল সীমাঞ্চল থেকে নয়, সমগ্র বিহার থেকে প্রতিটি অনুপ্রবেশকারীকে বহিষ্কার করার জন্য কাজ করব।
অমিত শাহ বলেন, তারা আমাদের যুবকদের চাকরি কেড়ে নেয়। তারা আমাদের দরিদ্রদের রেশন কেড়ে নেয় এবং দেশকে অনিরাপদ করে তোলে। আমরা কেবল অনুপ্রবেশকারীদের বহিষ্কার করব না, বরং তাদের তৈরি দখলও ভেঙে ফেলা হবে। এখানকার সমস্ত অবৈধ ব্যবসা লালুর শাসনকালে শুরু হয়েছিল এবং অনুপ্রবেশকারীদের দ্বারা সম্প্রসারিত হয়েছিল। আগামী পাঁচ বছরে, ভারতীয় জনতা পার্টি এবং এনডিএ সরকার সীমাঞ্চলের প্রতিটি অবৈধ কার্যকলাপকে উপড়ে ফেলবে।
হিন্দুস্থান সমাচার / মৌমিতা