
সীতামাড়ি, ৮ নভেম্বর (হি.স.): প্রথম দফা ভোটে জঙ্গলরাজের জনগণকে ৬৫ হাজার ভোল্টের ঝটকা দিয়েছেন বিহারের জনগণ, বিহারে নির্বাচনী প্রচারে এমনটাই দাবি করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার বিহারের সীতামাড়িতে নির্বাচনী জনসভায় প্রধানমন্ত্রী মোদী বলেন, বিহারের শিশুদের জন্য আরজেডি কী করতে চায়, তা তাদের নির্বাচনী প্রচারে স্পষ্ট দেখা যায়। জঙ্গলরাজের মানুষের গান এবং স্লোগান শুনুন। আপনি অবাক হবেন। আরজেডির মঞ্চে, নিষ্পাপ শিশুদের বলতে বাধ্য করা হচ্ছে যে তারা তোলাবাজ হতে চায়। বিহারের একটি শিশু কি তোলাবাজ হবে নাকি ডাক্তার? যারা আমাদের সন্তানদের তোলাবাজ করতে চায়, আমরা কি তাদের জিততে দেব?
প্রধানমন্ত্রী মোদী আরও বলেন, বিহারে, পিস্তল নিয়ে এখানে এসে 'হাত তুলো' বলা ফ্যাশনেবল হয়ে গেছে। এখন, যারা 'হাত তুলো' বলে তাদের জন্য বিহারে কোনও জায়গা নেই... বিহারে 'হাত তুলো' নয়, 'স্টার্টআপ' দরকার... আমরা বাচ্চাদের বই, কম্পিউটার এবং ল্যাপটপ দিচ্ছি। আমাদের বাচ্চারা খেলাধুলায় পারদর্শী হতে চায়। কিন্তু আরজেডি পিস্তল এবং ডাবল-ব্যারেল বন্দুক দেওয়ার কথা বলছে। এই লোকেরা তাদের নিজেদের সন্তানদের মন্ত্রী, এমপি, বিধায়ক এবং মুখ্যমন্ত্রী বানাতে চায়।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌমিতা