
নয়াদিল্লি, ৮ নভেম্বর (হি.স.) : রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু শনিবার আফ্রিকার দুটি দেশ অ্যাঙ্গোলা ও বতসোয়ানায় ছয় দিনের সফরে রওনা দিলেন। এই প্রথম কোনও ভারতীয় রাষ্ট্রপতি ওই দুই দেশে রাষ্ট্রীয় সফরে যাচ্ছেন।
রাষ্ট্রপতি ভবনের তরফে জানানো হয়েছে, শনিবার রাতেই তিনি অ্যাঙ্গোলায় পৌঁছবেন। এই সফরে বাণিজ্য, প্রতিরক্ষা, স্বাস্থ্য এবং অবকাঠামো খাতে সহযোগিতা বাড়ানোর দিকেই জোর দেওয়া হবে।
বিদেশ মন্ত্রক সূত্রে জানা গিয়েছে, এই সফরের মূল লক্ষ্য আফ্রিকার সঙ্গে ভারতের সম্পর্ককে আরও বাস্তবভিত্তিক ও বহুমুখী করা। বিশেষ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর “গ্লোবাল সাউথ” কূটনীতি নীতির অংশ হিসেবেই এই সফরকে কৌশলগত দিক থেকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে দেখা হচ্ছে।
কূটনৈতিক মহলের মতে, রাষ্ট্রপতির এই সফর ভারতের বিদেশনীতি ও আফ্রিকা–কেন্দ্রিক আঞ্চলিক সম্পর্কের ক্ষেত্রে নতুন দিগন্ত খুলে দিতে পারে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য