
রোহতাস, ৮ নভেম্বর (হি.স.): বিহারে নির্বাচনী প্রচারে রাহুল গান্ধীর তীব্র সমালোচনা করলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। তিনি বলেন, এনডিএ সকলকে সমান ও পর্যাপ্ত প্রতিনিধিত্ব দেয়। শনিবার বিহারের রোহতাসে নির্বাচনী প্রচারে রাজনাথ সিং বলেন, যদি রাহুল গান্ধী মনে করেন, বিহারের জনগণের ভোট চুরি হচ্ছে, তাহলে তিনি কেন নির্বাচন কমিশনে লিখিত অভিযোগ করেন না? আমি তাকে আরও জিজ্ঞাসা করতে চাই, সত্য কথা বলে কি রাজনীতি করা যায় না? সফল রাজনৈতিক ক্যারিয়ার গড়ার জন্য কি মিথ্যা বলা গুরুত্বপূর্ণ? যদি রাহুল গান্ধী পিছিয়ে পড়া শ্রেণী এবং দলিতদের নিয়ে এতটাই চিন্তিত হন, তাহলে তিনি নিজেই বিরোধী দলের নেতা কেন হলেন? কেন তিনি তার দলের একজন পিছিয়ে পড়া নেতাকে সুযোগ দেননি? এবং তারপর তিনি সামাজিক ন্যায়বিচারের পক্ষে কথা বলেন। এনডিএ সকলকে সমান এবং পর্যাপ্ত প্রতিনিধিত্ব দেয়।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌমিতা