দিল্লির ঝুপড়িতে ভয়াবহ আগুন, মৃত্যু একজনের
নয়াদিল্লি, ৮ নভেম্বর (হি.স.): রাজধানী দিল্লিতে ফের অগ্নিকাণ্ড! এবার আগুন লাগল দিল্লির রিথালা মেট্রো স্টেশনের কাছে ঝুপড়িতে। বিধ্বংসী আগুনে একজনের মৃত্যু হয়েছে। ক্ষয়ক্ষতি হয়েছে প্রচুর। আগুনের লেলিহান শিখায় সবকিছুই পুড়ে গিয়েছে। পুলিশ ও দমকল সূত্রের খব
দিল্লির ঝুপড়িতে ভয়াবহ আগুন, মৃত্যু একজনের


নয়াদিল্লি, ৮ নভেম্বর (হি.স.): রাজধানী দিল্লিতে ফের অগ্নিকাণ্ড! এবার আগুন লাগল দিল্লির রিথালা মেট্রো স্টেশনের কাছে ঝুপড়িতে। বিধ্বংসী আগুনে একজনের মৃত্যু হয়েছে। ক্ষয়ক্ষতি হয়েছে প্রচুর। আগুনের লেলিহান শিখায় সবকিছুই পুড়ে গিয়েছে। পুলিশ ও দমকল সূত্রের খবর, শনিবার রিথালা মেট্রো স্টেশনের কাছে ঝুপড়িতে আগুন লাগে। দাউদাউ করে জ্বলতে থাকে আগুন।

অবিকাণ্ডের খবর পাওয়া মাত্রই আগুন নেভাতে পৌঁছয় দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন। দমকলের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনাস্থল থেকে একটি দেহ উদ্ধার হয়েছে এবং একজনকে আহত অবস্থায় সফদরজং হাসপাতালে ভর্তি করা হয়েছে। উত্তর-পশ্চিমের জেলা প্রশাসক সৌম্যা সৌরভ বলেন, আমাকে দেওয়া প্রাথমিক তথ্য অনুযায়ী, এটি ছিল ময়লা-আবর্জনা সংগ্রহকারীদের একটি বস্তি এবং সেখানে প্রায় ৩০০-৫০০ ঝুপড়ি ছিল। প্রশাসন এখানে সম্পূর্ণ ব্যবস্থা করছে। আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করেছি এবং কমিউনিটি সেন্টারে তাঁদের জন্য একটি অস্থায়ী আশ্রয়ের ব্যবস্থা করা হয়েছে। আমরা লোকজনকে স্থানান্তরিত করব এবং তাদের খাবার এবং মৌলিক সুযোগ-সুবিধার ব্যবস্থা করব। এরপর, আমরা তাঁদের পুনর্বাসনের ব্যবস্থা করব। একজনের মৃত্যু হয়েছে এবং আমরা এখনও ক্ষয়ক্ষতির আপডেট পাচ্ছ।আমরা অবিলম্বে ত্রাণ প্রদানের জন্য কাজ করব।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌমিতা




 

 rajesh pande