
শ্রীনগর, ৮ নভেম্বর (হি.স.): ফের সন্ত্রাসবাদীদের ভারতে অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ করে দিল সুরক্ষা বাহিনী। অনুপ্রবেশ বানচাল করে দেওয়ার পাশাপাশি জম্মু ও কাশ্মীরের কুপওয়ারার কেরন সেক্টরে সুরক্ষা বাহিনীর গুলিতে নিকেশ হয়েছে দুই জঙ্গি। শুক্রবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে কুপওয়ারার কেরন সেক্টরে তল্লাশি অভিযানে যায় জম্মু-কাশ্মীর পুলিশ ও নিরাপত্তা বাহিনী। এই অভিযানের নাম দেওয়া হয় অপারেশন পিম্পল। কেরন সেক্টরে পৌঁছে যৌথ বাহিনী জঙ্গিদের উপস্থিতি টের পায়। তখনই তাদের রুখতে পদক্ষেপ নেয় নিরাপত্তা বাহিনী ও পুলিশ।
গুলি করে নিকেশ করা হয় দুই জঙ্গিকে। যদিও কেরন সেক্টরে তল্লাশি অভিযান এখনও চলছে। উল্লেখ্য, এর আগে গত বুধবার জম্মু ও কাশ্মীরের কিস্তওয়ারের ছত্রুর দুর্গম এলাকায় জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই চলে নিরাপত্তা বাহিনীর। এদিন নিকেশ হওয়া দুই জঙ্গির বিষয়ে এখনও পর্যন্ত বিশদে জানায়নি জম্মু ও কাশ্মীর পুলিশ।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌমিতা