গহপুরে অসমের প্রথম প্রযুক্তি ও বৃত্তিমূলক বিশ্ববিদ্যালয়ের শিলান্যাস নির্মলা সীতারমণের
গহপুর (অসম), ৮ নভেম্বর (হি.স.) : গহপুরে শহিদ কনকলতা বরুয়া রাজ্য বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ এবং অসমের মুখ্যমন্ত্রী ড. হিমন্তবিশ্ব শর্মা। এই বিশ্ববিদ্যালয় অসমে প্রথম উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠান যা প্
অমৃত কলসের মাটি ঢেলে শিলান্যাস কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ এবং মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মার


গহপুর (অসম), ৮ নভেম্বর (হি.স.) : গহপুরে শহিদ কনকলতা বরুয়া রাজ্য বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ এবং অসমের মুখ্যমন্ত্রী ড. হিমন্তবিশ্ব শর্মা। এই বিশ্ববিদ্যালয় অসমে প্রথম উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠান যা প্রযুক্তি এবং বৃত্তিমূলক শিক্ষা ও প্রশিক্ষণের জন্য নিবেদিত।

বিশ্বনাথ জেলার গহপুরের ভোলাগুড়িতে ২৪১ একর জমিতে ৪১৫ কোটি টাকা ব্যয়ে নির্মাণ হবে অত্যাধুনিক এই বিশ্ববিদ্যালয়। সাত (৭) লক্ষ বর্গফুট এলাকা জুড়ে ক্যাম্পাসে দুই হাজার (২,০০০) শিক্ষার্থীর জন্য অ্যাকাডেমিক ব্লক, ১,৬২০ জন শিক্ষার্থীর জন্য হস্টেল, আবাসিক কোয়ার্টার, একটি গেস্ট হাউস এবং একটি আধুনিক ছাত্র সুবিধা কেন্দ্র থাকবে।

একটি দক্ষ এবং উদ্ভাবন-চালিত কর্মশক্তি গড়ে তুলতে রাষ্ট্রের দৃষ্টিভঙ্গির সাথে ডিজাইনকৃত বিশ্ববিদ্যালয়ে আৰ্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং মেশিন লার্নিংয়ের মতো উদীয়মান প্রযুক্তি ডোমেনে উন্নত কোর্স থাকবে। থাকবে সাইবার সিকিউরিটি, ব্লকচেইন, ড্রোন ও নেভিগেশন প্রযুক্তি, কোয়ান্টাম কম্পিউটিং, ব্রেন-কম্পিউটার ইন্টারফেস, ইন্টারনেট অব থিংস (আইওটি) এবং স্মার্ট সিটি এবং স্মার্ট এনভায়রনমেন্ট সিস্টেম।

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস




 

 rajesh pande