
বারাণসী, ৮ নভেম্বর (হি.স.): ভারতে শতাব্দী ধরে তীর্থযাত্রাকে চেতনার মাধ্যম বলা হয়ে আসছে। এই মন্তব্য করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার সকালে উত্তর প্রদেশের বারাণসীতে ৪টি বন্দে ভারত ট্রেনের যাত্রার সূচনা করার পর প্রধানমন্ত্রী বলেন, শতাব্দীর পর শতাব্দী ধরে, ভারতে তীর্থযাত্রাকে জাতীয় চেতনার মাধ্যম হিসেবে বিবেচনা করা হয়ে আসছে। এই তীর্থযাত্রাগুলি কেবল ঐশ্বরিক দর্শনের পথ নয়, বরং ভারতের আত্মাকে সংযুক্তকারী একটি পবিত্র ঐতিহ্য। প্রয়াগরাজ, অযোধ্যা, হরিদ্বার, চিত্রকূট এবং কুরুক্ষেত্রের মতো অগণিত তীর্থস্থানগুলি আমাদের আধ্যাত্মিক ধারার কেন্দ্রবিন্দু।
প্রধানমন্ত্রী মোদী বলেন, কাশী থেকে খাজুরাহো বন্দে ভারত ছাড়াও, ফিরোজপুর-দিল্লি বন্দে ভারত, লখনউ-সাহারানপুর বন্দে ভারত এবং এর্নাকুলাম-বেঙ্গালুরু বন্দে ভারত ট্রেনের সূচনা করা হয়েছে।নএই চারটি নতুন বন্দে ভারত ট্রেনের মাধ্যমে, দেশে এখন ১৬০ টিরও বেশি নতুন বন্দে ভারত ট্রেন চালু হয়েছে।
এখন যেহেতু এই পবিত্র স্থানগুলিকে বন্দে ভারত নেটওয়ার্কের সঙ্গে সংযুক্ত করা হচ্ছে, তাই এটি ভারতের সংস্কৃতি, বিশ্বাস এবং উন্নয়নের সঙ্গে সংযোগ স্থাপনের একটি উপায় হিসেবেও কাজ করেছে।ভারতের ঐতিহ্যবাহী শহরগুলিকে দেশের উন্নয়নের প্রতীক করে তোলার দিকে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌমিতা