টাকা নিন, কিন্তু ভোট দেবেন না, বিহারের জনগণকে পরামর্শ প্রিয়াঙ্কার
ভাগলপুর, ৮ নভেম্বর (হি.স.): বিহারের জনগণকে অদ্ভুত পরামর্শ দিলেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী বঢরা। তিনি বলেন, বিজেপির লোকজনের কাছ থেকে টাকা নিন, কিন্তু ভোট দেবেন না। শনিবার ভাগলপুরে এক নির্বাচনী জনসভায় প্রিয়াঙ্কা বলেন, প্রধানমন্ত্রী মোদী মনে
নির্বাচনী প্রচারে প্রিয়াঙ্কা


ভাগলপুর, ৮ নভেম্বর (হি.স.): বিহারের জনগণকে অদ্ভুত পরামর্শ দিলেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী বঢরা। তিনি বলেন, বিজেপির লোকজনের কাছ থেকে টাকা নিন, কিন্তু ভোট দেবেন না।

শনিবার ভাগলপুরে এক নির্বাচনী জনসভায় প্রিয়াঙ্কা বলেন, প্রধানমন্ত্রী মোদী মনে করেন, তিনি মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে এবং ১০,০০০ টাকা দিয়ে আপনাদের ভোট পেতে পারেন। বিহারে গত ২০ বছর ধরে তাঁদের সরকার আছে, এবং তারা মহিলাদের জন্য কিছুই করেনি। তারা নিরাপত্তাও দিতে পারেনি। মহিলাদের বিরুদ্ধে অপরাধ তিনগুণ বেড়েছে। তারা আপনাদের ১০,০০০ টাকা দিয়ে ঘুষ দেওয়ার চেষ্টা করছে। টাকা নাও, কিন্তু তাদের ভোট দিও না।

এদিনই বিহারের কাটিহারে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রিয়াঙ্কা বলেন, জনগণ পরিবর্তন চায়। আমি সব সভায় লক্ষ্য করেছি এবং জনগণ আমার চেয়ে বেশি কথা বলছে। জনগণ পরিবর্তন চায়; তারা ক্লান্ত এবং হতাশ। মনোযোগ অন্যদিকে সরানোর মতো কিছুই কাজ করছে না। জনগণ সকল দলকে তাদের ভবিষ্যৎ এবং অগ্রগতি নিয়ে কথা বলতে বলছে।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌমিতা




 

 rajesh pande