
কানপুর, ৯ নভেম্বর (হি.স.) : বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দীর্ঘদিন ধরে শারীরিক সম্পর্কে থাকার অভিযোগে এক যুবকের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে উত্তর প্রদেশের কানপুরে। অভিযুক্তের নাম রিশ খান, বাড়ি অউরাইয়া জেলার ফাফুন্দ শহরে। অভিযোগকারী তরুণীর পরিবার সূত্রে জানা গেছে, রিশ প্রথমে নিজের নাম “হানি” বলে পরিচয় দিয়েছিলেন। ধীরে ধীরে দুজনের ঘনিষ্ঠতা বাড়ে। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে শারীরিক সম্পর্ক স্থাপন করেন অভিযুক্ত।
কিন্তু সম্প্রতি রিশ অন্য এক মহিলাকে বিয়ে করলে ক্ষুব্ধ তরুণী শনিবার রাতে যুবকের বাড়িতে গিয়ে ক্ষোভ প্রকাশ করেন। ওই সময় তরুণী অসুস্থও হয়ে পড়েন। তাঁকে হাসপাতালে ভর্তি করতে হয়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্তের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। অভিযোগকারী তরুণী বর্তমানে স্থিতিশীল।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য