
নয়াদিল্লি, ৯ নভেম্বর (হি.স.): পূর্ব দিল্লির মান্দাওয়ালি ও মধু বিহার থানার এলাকায় দুটি ছুরিকাঘাতের ঘটনায় জড়িত থাকার অভিযোগে সাতজনকে গ্রেফতার করা হয়েছে।
অভিযোগ, ৭ জন এই ঘটনায় যুক্ত। তাদের কাছ থেকে দুটি ছুরি, একটি স্কুটি, একটি বাইক এবং মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। অভিযুক্তরা ঘটনার পর উত্তর প্রদেশের বিজনৌরের দিকে পালানোর চেষ্টা করছিল, তবে পুলিশ অর্থলা এলাকা থেকে তাদের ধরে ফেলে।
এক পুলিশ আধিকারিক জানিয়েছে, শনিবার রাত ১১টার দিকে মান্দাওয়ালি থানায় খবর আসে তালাব চৌক এলাকায় এক যুবক আহত হয়েছে ছুরির আঘাতে। আহত যুবকের নাম কৃষ্ণা; তার সঙ্গে থাকা বন্ধু মোহিতও আহত হয়। এরপর রাত ১১:১৫ মিনিটে মধু বিহার থানায় আরও একটি ছুরিকাঘাতের খবর আসে।
তদন্তে জানা গেছে, উভয় হামলা পরিকল্পিত ছিল এবং ঘটনার পেছনে পুরনো বিবাদ ছিল। পুলিশের তিনটি দল অভিযান চালিয়ে অভিযুক্ত সাতজনকে গ্রেফতার করে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য