

হাইলাকান্দি (অসম), ৯ নভেম্বর (হি.স.) : সর্দার বল্লভভাই প্যাটেলের ১৫০-তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে আজ রবিবার ১৫ দিন ব্যাপী কার্যসূচি পালনের অঙ্গ হিসেবে কাটলিছড়ায় হাইলাকান্দি জেলা প্রশাসনের উদ্যোগে দ্বিতীয় পর্বের একতা পদযাত্রায় সহস্রাধিক জনগণ অংশগ্রহণ করেছেন।
এদিন সকালে কাটলিছড়ার চার্লমার্স হায়ার সেকেন্ডারি স্কুলের খেলার মাঠ থেকে এক বিশাল পদযাত্রার সূচনা করেন সাংসদ কৃপানাথ মালাহ, জেলা উন্নয়ন আয়ুক্ত ইএল ফাইরেম, অতিরিক্ত জেলা আয়ুক্ত এল খেনতে, অতিরিক্ত পুলিশ সুপার সহ জেলা বিজেপি সভাপতি কল্যাণ গোস্বামী, ভারতীয় জনতা যুবমোর্চার প্রদেশ উপ-সভাপতি ড. মিলন দাস, ভারতীয় জনতা পার্টির প্রদেশ উপ-সভাপতি মুন স্বর্ণকার সহ অন্যরা।
এর আগে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন অতিথিরা। এতে সরস্বতী বিদ্যানিকেতনের আচার্যরা মন্ত্রোচ্চারণ করেন। তার পর শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। জেবিএন অ্যাকাডেমির শিক্ষার্থীরা যোগা প্রদর্শন করেন। এছাড়া সরস্বতী বিদ্যানিকেতন, শুরু লহরী কালচারাল সংস্থা এবং চার্লমার্স স্কুলের ছাত্রছাত্রীরা সমবেত নৃত্য পরিবেশন করেন।
জেলা প্রশাসনের পক্ষ থেকে শপথবাক্য পাঠ করান শংকর চৌধুরী। এছাড়া পদযাত্রা যখন বিভিন্ন সড়ক পরিক্রমা করে চক্র আধিকারিকের কার্যালয়ে গিয়ে উপস্থিত হয় তখন ত্রিপুরা সম্প্রদায়ের পড়ুয়ারা সমবেত নিত্য পরিবেশন করেন। এনআরএলএম-এর এসএইচজি কর্মীদের পসরাও সেখানে বসে। সেখান থেকে পদযাত্রাটি ফের চার্লমার্স স্কুলে ফিরে আসে।
এদিনের কার্যক্রমের শুরুতে স্বাগত বক্তব্য পেশ করেন জেলা ক্রীড়া আধিকারিক নবীনচন্দ্র রাভা এবং ধন্যবাদসূচক বক্তব্য পেশ করেন মাই ভারত-এর ডেপুটি ডিরেক্টর হরশরণ সিংহ। এদিনের প্রধান অতিথি সংসদ কৃপানাথ মালাহ তাঁর বক্তব্যে সর্দার বল্লভভাই প্যাটেলের জীবন বৃত্তান্ত তুলে ধরেন। এদিন সব অংশগ্রহণকারীদের শংসাপত্র প্রদান করা হয়েছে। কার্যক্রম শুরু হয় অসম সংগীতের মাধ্যমে এবং সমাপ্তি হয় জাতীয় সংগীতের মাধ্যমে।
হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস