ডিমা হাসাওয়ের ঝুঁকিপূৰ্ণ পর্যটনস্থল সহ জলপ্রপাতে সাবধানে যাতায়াত করতে পর্যটকদের প্ৰতি আহ্বান জেলা পর্যটনের
হাফলং (অসম), ৯ নভেম্বর (হি.স.) : হারাঙ্গাজাওয়ের বাহকল জলপ্রপাতের জলে ডুবে এনআইটি শিলচরের তিন ছাত্র ও ছাত্রী যথাক্রমে উত্তরপ্রদেশের সৌহার্দ্য রাই ও সর্বকৃতিকা সিং এবং বিহারের বাসিন্দা রাধিকার মৰ্মান্তিক মৃত্যুর পর পাহাড়ি জেলার বিভিন্ন পর্যটনস্থল সহ
জলপ্রপাত (ফাইল ফটো


হাফলং (অসম), ৯ নভেম্বর (হি.স.) : হারাঙ্গাজাওয়ের বাহকল জলপ্রপাতের জলে ডুবে এনআইটি শিলচরের তিন ছাত্র ও ছাত্রী যথাক্রমে উত্তরপ্রদেশের সৌহার্দ্য রাই ও সর্বকৃতিকা সিং এবং বিহারের বাসিন্দা রাধিকার মৰ্মান্তিক মৃত্যুর পর পাহাড়ি জেলার বিভিন্ন পর্যটনস্থল সহ বিভিন্ন জলপ্রপাতে পর্যটকদের যাতায়াতে সতৰ্কতা অবলম্বন করার আহ্বান জানিয়েছেন ডিমা হাসাও জেলা পর্যটন বিভাগের ডেপুটি ডিরেক্টর।

পাহাড়ি জেলা ডিমা হাসাওয়ের বিভিন্ন পর্যটনস্থল এবং বিভিন্ন জলপ্রপাতে পর্যটকদের সাবধানে যেতে এবং ঝুঁকিপূর্ণ এলাকা এড়িয়ে নিজেদের সুরক্ষার বিষয়ে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন পর্যটন বিভাগের ডেপুটি ডিরেক্টর। জেলা পর্যটন বিভাগ পর্যটকদের সুরক্ষার বিষয় মাথায় রেখে শীঘ্র পর্যটন কেন্দ্রস্থলগুলিতে প্রচার-অভিযান চালাতে পদক্ষেপ গ্রহণ করার পাশাপাশি পর্যটন কেন্দ্রস্থলগুলিতে পর্যটকদের করণীয় এবং বর্জনীয় বিষয়গুলি ফলাও করে প্রচার করা সহ সুরক্ষা বিষয়ক বেশ কিছু নিয়মনীতি চালু করবে, যাতে ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা রোধ করা সম্ভব হয়।

হিন্দুস্থান সমাচার / বিশাখা দেব




 

 rajesh pande