
হাইলাকান্দি (অসম), ৯ নভেম্বর (হি.স.) : হাইলাকান্দি জেলার ৭৩৫টি ন্যায্য মূল্যের দোকানে (রেশন দোকান) আগামীকাল সোমবার সকাল ১০টা থেকে রেহাই মূল্যের মসুর ডাল, চিনি এবং লবণ বিতরণ শুরু হবে।
এ উপলক্ষ্যে জেলার সব কয়টি রেশন দোকানে আগামীকাল (১০ নভেম্বর) সকাল দশটায় উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। চলতি মাসের সামগ্রীগুলি আগামী ২০ নভেম্বর পর্যন্ত দেওয়া হবে।
আগামীকাল রেশন সামগ্রী বিতরণের সূচনা কার্যক্রমের দিন জেলার সব রেশন দোকানে গুয়াহাটি থেকে মুখ্যমন্ত্রীর কেন্দ্রীয় উদ্বোধনী অনুষ্ঠান লাইভ স্ট্রিমিং করে দেখানো হবে। তবে জেলার যে সব এলাকায় মোবাইল নেটওয়ার্কের অভাব রয়েছে সে সব এলাকার পার্শ্ববর্তী স্থান যেখানে নেটওয়ার্ক পাওয়া যায় সেখানে লাইভ স্ট্রিমিং করে দেখানোর ব্যবস্থা হয়েছে।
এদিকে রেশন দোকানীদের মাধ্যমে ইতিমধ্যে তাঁদের অধীনস্থ এলাকায় এ ব্যাপারে সচেতনতা গড়ে তোলা হয়েছে। প্রসঙ্গত, প্রতি কেজি ডাল ৬৯ টাকা, চিনি ৩৮ টাকা এবং লবণ ১০ টাকা করে রেহাই মূল্যে বণ্টন করা হবে। খাদ্য সুরক্ষার কার্ড যাদের আছে কেবল তাঁরাই এই সামগ্রী পাবেন। জেলা তথ্য ও জনসংযোগ দফতরের এক প্রেসবার্তায় এ খবর জানানো হয়েছে।
হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস