
কলকাতা, ৯ নভেম্বর (হি.স.): ‘বন্দে মাতরম’-এর ১৫০ বছর উদযাপন উপলক্ষ্যে রবিবার ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের দুই বংশধর সজল চট্টোপাধ্যায় ও সুমিত্র চট্টোপাধ্যায়ের সঙ্গে সল্টলেকের বিজেপি দফতরে সাংবাদিকদের পরিচয় করিয়ে দেন দলের রাজ্য সভাপতি এবং রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্য।
শমীকবাবু শুরুতেই জানান যে এই সাংবাদিক সম্মেলন সম্পূর্ণভাবে অরাজনৈতিক, কেবলমাত্র ‘বন্দে মাতরম’ উদযাপন কেন্দ্রিক। সজল চট্টোপাধ্যায় সাংস্কৃতিক মহলের মানুষ, সুমিত্র চট্টোপাধ্যায় পশ্চিমবঙ্গ সরকারের অবসরপ্রাপ্ত আমলা। তিনি চুঁচুড়ার ‘বন্দে মাতরম ভবন’ উদযাপন কমিটির চেয়ারম্যান ।
শমীকবাবু বলেন, “বিজেপি এবং কেন্দ্রীয় সরকার উভয়েই ‘বন্দে মাতরম’-এর অমর সৃষ্টিকে যথাযথ সম্মান জানায়। স্বাধীনতা সংগ্রামীদের মধ্যেই নয়, ‘বন্দে মাতরম’-এর মন্ত্রোচ্চারণ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকেও অনুপ্রাণিত করেছিল। তিনি ১৮৯৬ সালের কংগ্রেস অধিবেশনে বক্তব্য রেখেছিলেন। অন্যদিকে ঋষি অরবিন্দ একে ‘মন্ত্র’ বলে বর্ণনা করেছিলেন।”
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত