আগামী ২৩শে রাজভবনে গণবিবাহের আয়োজন
কলকাতা, ৯ নভেম্বর (হি.স.): আগামী ২৩ নভেম্বর বাংলার রাজ্যপাল হিসেবে তিন বছর পূর্ণ করবেন সিভি আনন্দ বোস। ওইদিনই রাজভবনে গণবিবাহের আয়োজন করা হচ্ছে। রাজ্যপাল হিসেবে চলতি মাসে তাঁর তৃতীয় বর্ষপূর্তি হচ্ছে। আর সেই উপলক্ষে জনসংযোগে অভিনবত্ব আনতে চলেছে রা
আগামী ২৩শে রাজভবনে গণবিবাহের আয়োজন


কলকাতা, ৯ নভেম্বর (হি.স.): আগামী ২৩ নভেম্বর বাংলার রাজ্যপাল হিসেবে তিন বছর পূর্ণ করবেন সিভি আনন্দ বোস। ওইদিনই রাজভবনে গণবিবাহের আয়োজন করা হচ্ছে।

রাজ্যপাল হিসেবে চলতি মাসে তাঁর তৃতীয় বর্ষপূর্তি হচ্ছে। আর সেই উপলক্ষে জনসংযোগে অভিনবত্ব আনতে চলেছে রাজভবন। সূত্রের খবর, এবার রাজভবনেই বসছে বিয়ের আসর। দায়িত্ব নিয়ে ১০০ জন পিছিয়ে পড়া, দুঃস্থ যুগলের গণবিবাহ দেবেন রাজ্যপাল আনন্দ বোস নিজে।

আগ্রহীরা ১৬ নভেম্বরের মধ্যে আবেদন জানাতে পারবেন। রাজভবন থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানা গিয়েছে, আবেদনপত্রে পাত্র-পাত্রীর নাম, অভিভাবকের নাম, ঠিকানা, বয়সের প্রমাণপত্র, আধার কার্ডের নম্বর, পেশা, পরিবারের বাৎসরিক আয় – এসব খুব স্পষ্টভাবে উল্লেখ করতে হবে। সেইসঙ্গে বিয়েতে অভিভাবকদের অনুমতি সম্বলিত স্বাক্ষরও দিতে হবে।

বিয়ের রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হয়ে থাকলে সেই সংক্রান্ত নথিও জমা দিতে হবে আবেদনপত্রের সঙ্গে। এগুলি সবই স্থানীয় কোনও গেজেটেড অফিসারকে দিয়ে সই করাতে হবে। তাহলেই তা গৃহীত হবে।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande