
কলকাতা, ৯ নভেম্বর (হি.স.): “একদিকে পুলিশি প্রশাসন যখন তৃণমূলের 'মহুয়া দিদি'র রিসেপশনে পাহারা দিতে ব্যস্ত, তখন তারকেশ্বরে চার বছরের শিশুকন্যাকে তুলে নিয়ে যাচ্ছে ধর্ষক।” রবিবার এক্সবার্তায় এই অভিযোগ করেছেন বিজেপি-র রাজ্য সাধারণ সম্পাদিকা এবং বিধায়ক অগ্নিমিত্রা পাল।
তিনি লিখেছেন, “নিরাপত্তার বহর বটে! রাজ্যের মুখ্যমন্ত্রী মহিলা, তারপরেও রাজ্যের মহিলাদের নিরাপত্তার বিষয়ে প্রশাসন দিকভ্রষ্ট ও বেহুঁশ! চার বছরের শিশুকন্যা বা ডাক্তার বা আইনের ছাত্রী বা কিশোরী, মাননীয়র রাজ্যে নারী নিরাপত্তা 'ডুমুর ফুল' হয়ে উঠেছে!
আসলে মহুয়া মৈত্র তো দলের সাধারণ কোনো নেত্রী নন! তার জন্য প্রশাসন সাধারণ মানুষের যাওয়া আসার রাস্তা 'নো এন্ট্রি' করে দিতে পারে। সাধারণের অনুষ্ঠানের অনুমতি না দেওয়া মাঠকে, 'স্পেশ্যাল দিদি'র রিসেপশনের ঠিকানা করে দিতে পারেন, প্রশাসন রাজ্যের মহিলাদের যেখানে নিরাপত্তা প্রদানে লবডঙ্কা, চার বছরের বাচ্ছা মেয়ে যেখানে ধ*র্ষিত, সেখানে সাংসদ 'স্পেশ্যাল দিদি'র রিসেপশনে জমকালো পুলিশি নিরাপত্তা ব্যবস্থা করে দেওয়া যায়।
বাহ্ দিদি বাহ্! কেয়া বাত হ্যায়! ব্যর্থ প্রশাসন আপনারা 'স্পেশ্যাল দিদি'দের নিমন্ত্রনই খান। রাজ্যের নিরাপত্তা, আইন-প্রশাসন, আপনাদের দলের লোকেরা দিকে দিকে BLA পিটিয়ে, দুষ্কৃতীরা ধ*র্ষণ করে, নিজেদের হাতে তুলে নিচ্ছে।
মনে রাখবেন যে সাধারণ মানুষের রাস্তা বন্ধ করে রিসেপশন করছেন, রাজ্যের মহিলাদের নিরাপত্তা যেখানে প্রশ্নের মুখে, আপনি সেই পুলিশি প্রশাসন কে নিজের 'পার্সোনাল সিকিউরিটি'র মতো ব্যবহার করছেন, সেই মানুষ সবটা দেখছে। সেই নারীরা সবটা দেখছে! ছিঃ!”
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত