
নয়াদিল্লি, ৯ নভেম্বর (হি.স.) :কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান সোমবার ওড়িশায় একদিনের সফরে যাবেন।
রবিবার কৃষি মন্ত্রক সূত্রে জানা গেছে, তিনি সোমবার ভুবনেশ্বরে মিলেট ডে উপলক্ষে একটি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। তিনি কেন্দ্রীয় সরকারের বিভিন্ন কৃষি প্রকল্পের মূল্যায়ন করবেন। এরপর কটকের গ্রামীণ এলাকায় কৃষকদের সঙ্গে আলাপচারিতা করবেন এবং সরকারি কৃষি প্রকল্পগুলির বাস্তবায়ন পর্যালোচনা করবেন।
দুপুরে তিনি সেন্ট্রাল রাইস রিসার্চ ইনস্টিটিউট (সিআরআরআই)-এ বৈঠকে সভাপতিত্ব করবেন। সফর শেষে সন্ধ্যায় তিনি ভুবনেশ্বর থেকে বিজয়ওয়াড়ার উদ্দেশে রওনা দেবেন।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য