বেলডাঙায় উদ্ধার আগ্নেয়াস্ত্র, ধৃত এক
মুর্শিদাবাদ, ৯ নভেম্বর (হি.স.): গোপন সূত্রে খবর পেয়ে ৪টি আগ্নেয়াস্ত্র ও ৪টি কার্তুজ উদ্ধার করল মুর্শিদাবাদের বেলডাঙা থানার পুলিশ। এই ঘটনায় কাজল শেখ নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতের বাড়ি বেলডাঙা থানার জালালপুর গ্রামে। প্রাথমিক ভাবে জানা গিয়েছে,
বেলডাঙায় উদ্ধার আগ্নেয়াস্ত্র, ধৃত এক


মুর্শিদাবাদ, ৯ নভেম্বর (হি.স.): গোপন সূত্রে খবর পেয়ে ৪টি আগ্নেয়াস্ত্র ও ৪টি কার্তুজ উদ্ধার করল মুর্শিদাবাদের বেলডাঙা থানার পুলিশ। এই ঘটনায় কাজল শেখ নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতের বাড়ি বেলডাঙা থানার জালালপুর গ্রামে। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, কারবারের জন্য এই আগ্নেয়াস্ত্র সে জমা করে রেখেছিল। শনিবার রাতে ধৃতের বাড়ি থেকে এগুলি উদ্ধার হয়।

উল্লেখ্য, এর আগে চলতি বছরের জুলাই ও আগস্ট মাসে মুর্শিদাবাদ জেলার পুলিশ লাগাতার অভিযান চালিয়ে বিভিন্ন থানা এলাকা থেকে উদ্ধার করে ১৬৫টি আগ্নেয়াস্ত্র ও ৪৮০টি কার্তুজ। বিভিন্ন রকম অসামাজিক কাজকর্ম করার উদ্দেশ্যে মুঙ্গের থেকে এই আগ্নেয়াস্ত্র নিয়ে আসা হচ্ছিল বলে জানা গিয়েছিল সেসময়।

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande