ডোমকলের দুটি গ্রামে অভিযান, উদ্ধার আগ্নেয়াস্ত্র ও কার্তুজ
মুর্শিদাবাদ, ৯ নভেম্বর (হি.স.): বোমার পরে এ বার উদ্ধার আগ্নেয়াস্ত্র। শনিবার রাতে মুর্শিদাবাদের ডোমকলের দু''টি গ্রামে অভিযান চালিয়ে উদ্ধার হয়েছে দু''টি আগ্নেয়াস্ত্র। গ্রেফতার হয়েছে দু''জন। উদ্ধার করা হয়েছে কার্তুজও। পুলিশ জানিয়েছে, ডোমকলের শাহ
ডোমকলের দুটি গ্রামে অভিযান, উদ্ধার আগ্নেয়াস্ত্র ও কার্তুজ


মুর্শিদাবাদ, ৯ নভেম্বর (হি.স.): বোমার পরে এ বার উদ্ধার আগ্নেয়াস্ত্র। শনিবার রাতে মুর্শিদাবাদের ডোমকলের দু'টি গ্রামে অভিযান চালিয়ে উদ্ধার হয়েছে দু'টি আগ্নেয়াস্ত্র। গ্রেফতার হয়েছে দু'জন। উদ্ধার করা হয়েছে কার্তুজও।

পুলিশ জানিয়েছে, ডোমকলের শাহবাজপুর এলাকায় তহিদুল মণ্ডল ও আমিনাবাদ গ্রাম থেকে ওয়াহাব শেখ নামের দুই যুবকের বাড়িতে অভিযান চালিয়ে ওই আগ্নেয়াস্ত্র-সহ কার্তুজগুলি উদ্ধার করা হয়েছে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ধৃতরা আগ্নেয়াস্ত্রের কারবারি। গোটা ঘটনা নিয়ে তদন্ত শুরু করেছে ডোমকল থানার পুলিশ।

উল্লেখ্য, দিনকয়েক আগেই ডোমকল মহকুমার বিভিন্ন থানা এলাকাতে রাতভর তল্লাশি অভিযান চালিয়ে ৪৫টি বোমা উদ্ধার করে পুলিশ। এসময় তিন দুষ্কৃতী গ্রেফতার হয়। গোপন তথ্যের ভিত্তিতে গত মঙ্গলবার রাতে ইসলামপুর থানার হেরামপুর নতুনপাড়ায় তাজরুল শেখের বাড়ি থেকে ১১টি বোমা উদ্ধার করে পুলিশ। এছাড়াও ডোমকলের কালীতলা নবাবপাড়া ও তুলসীপুর সীসাপাড়া থেকে মোট ২০টি তাজা বোমা উদ্ধার করা হয়। ফোনে পাওয়া তথ্যের ভিত্তিতে রানিনগর থানার পুলিশ পুরাতন ডিগ্রি এলাকায় এক ব্যক্তির বাড়ি থেকে ৪টি তাজা বোমা উদ্ধার করে। ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande