
কলকাতা, ৯ নভেম্বর (হি.স.): “রিচার মতো আরও কন্যারা বাংলার প্রতিটি ঘর থেকে উঠে আসুন, প্রজন্মকে অনুপ্রাণিত করুন এবং বিশ্ব মঞ্চে আমাদের দেশের নাম আরও উচ্চতায় পৌঁছে দিন।” রিচার সম্বর্ধনা ও সাফল্যের ভিডিয়ো যুক্ত করে এক্সবার্তায় এ কথা লিখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
মুখ্যমন্ত্রী শনিবার রাতে লিখেছেন, “বাংলার মেয়েরা বাংলার সবচেয়ে বড় গর্ব। ভারতের বিশ্বকাপ জয়ে অসামান্য অবদানের জন্য ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল কর্তৃক আয়োজিত একটি বিশেষ সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেওয়ার সৌভাগ্য আমার হয়েছিল। ভারতের বিশ্বকাপ জয়ে অসামান্য অবদানের জন্য রিচা ঘোষকে সম্মানিত করা হয়েছে।
পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে, আমি তাকে রাজ্যের সর্বোচ্চ বেসামরিক সম্মাননাগুলির মধ্যে একটি 'বঙ্গভূষণ' প্রদান করেছি। আমি পশ্চিমবঙ্গ পুলিশে ডেপুটি সুপারিনটেনডেন্ট অফ পুলিশ হিসেবে তাঁর নিয়োগের কথাও ঘোষণা করেছি। সৌরভ গাঙ্গুলি, ঝুলন গোস্বামী এবং অন্যান্য বিশিষ্ট অতিথিদের মতো কিংবদন্তিদের উপস্থিতি সন্ধ্যাটিকে আরও স্মরণীয় করে তুলেছে।”
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত