
কলকাতা, ৯ নভেম্বর (হি.স.): প্রতি বছর ৯ নভেম্বর পালন করা হয় জাতীয় আইনি সেবা দিবস। ভারত সরকারের প্রেস ইনফরমেশন ব্যুরো স্মরণ করেছে এ ব্যাপারে কেন্দ্রীয় উদ্যোগের কথা।
১৯৮৭ সালের আইনি সেবা পরিষেবার মাধ্যমে আর্থিকভাবে দুর্বলদের বিনামূল্যে আইনি সহায়তা দেওয়ার জন্য বিভিন্ন সংস্থা গঠিত হয়। ভারতের আইনি সহায়তা ব্যবস্থা ২০২২–২৫ সালের মধ্যে ৪৪.২২ লক্ষ মানুষের কাছে পৌঁছেছে এবং ২৩.৫৮ কোটি মামলা লোক আদালতের মাধ্যমে নিষ্পত্তি হয়েছে।
২০২২–২৩ থেকে ২০২৪–২৫ সালের মধ্যে ২৩.৫৮ কোটি মামলা নিষ্পত্তি হয়েছে রাজ্য, স্থায়ী ও জাতীয় লোক আদালতের মাধ্যমে।২.১০ কোটি মানুষ (২৮ ফেব্রুয়ারি ২০২৫ পর্যন্ত) পেয়েছেন প্রি-লিটিগেশন পরামর্শ, প্রো বোনো সেবা, আইনি প্রতিনিধিত্ব ও সচেতনতা DISHA প্রকল্পের মাধ্যমে।
ভারত বিশ্বের বৃহত্তম গণতন্ত্র। ভারতের সংবিধান প্রতিটি নাগরিককে সমান অধিকার ও আইনের অধীনে সমান সুরক্ষা প্রদান করে। তবুও, অজ্ঞতা, দারিদ্র্য, প্রাকৃতিক বিপর্যয়, অপরাধ বা আর্থিক অক্ষমতার কারণে বহু মানুষ ন্যায়বিচারের নাগাল পান না।
এই অবস্থার পরিবর্তনের জন্যই ১৯৮৭ সালের আইনি সেবা কর্তৃপক্ষ আইন-এর মাধ্যমে প্রতিষ্ঠিত হয় লিগ্যাল সার্ভিসেস অথরিটিজ — সমাজের প্রান্তিক ও বঞ্চিত মানুষের জন্য বিনামূল্যে ও দক্ষ আইনি সেবা প্রদানের লক্ষ্যে। আইনটি ১৯৯৫ সালের ৯ নভেম্বর কার্যকর হয় এবং এই দিনটি প্রতি বছর জাতীয় আইনি সেবা দিবস হিসেবে পালিত হয়।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত