ফের আগুন কলকাতায়, চাঁদনি চকে সিইএসসির অফিসের ট্রান্সফর্মারে অগ্নিকাণ্ড
কলকাতা, ৯ নভেম্বর (হি.স.): ফের কলকাতায় অগ্নিকাণ্ড! রবিবাসরীয় সকালে চাঁদনি চক এলাকার সিএসসি অফিসের এক ট্রান্সফর্মারে আগুন লাগে। সেই আগুন থেকে বিস্ফোরণের ঘটনা ঘটে। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছোয় দমকলের একাধিক ইঞ্জিন। রবিবার সকাল ৭.১০ মিনিট নাগাদ
হুগলির কোন্নগরে গ্যাস অফিসে ভয়াবহ অগ্নিকাণ্ড


কলকাতা, ৯ নভেম্বর (হি.স.): ফের কলকাতায় অগ্নিকাণ্ড! রবিবাসরীয় সকালে চাঁদনি চক এলাকার সিএসসি অফিসের এক ট্রান্সফর্মারে আগুন লাগে। সেই আগুন থেকে বিস্ফোরণের ঘটনা ঘটে। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছোয় দমকলের একাধিক ইঞ্জিন। রবিবার সকাল ৭.১০ মিনিট নাগাদ ওই ট্রান্সফর্মারে আচমকা আগুন ধরে যায়। তার পরেই বিস্ফোরণের শব্দ শোনা যায়।

খবর পেয়ে ঘটনাস্থলে যায় দমকলের চারটি ইঞ্জিন। দমকল কর্মীদের ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। কী ভাবে ওই ট্রান্সফর্মারে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়। স্থানীয়রা জানিয়েছেন, দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। না হলে বড়সড় বিপদ ঘটতে পারত।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌমিতা




 

 rajesh pande