

পশ্চিম মেদিনীপুর, ৯ নভেম্বর (হি.স.): মাদপুরের কাছে অভিরামপুর গ্রামে শ্রদ্ধার্ঘ্য পরিবার-এর পক্ষ থেকে সমাজসেবী গৌরহরি দত্তকে সম্মানিত করা হলো। শনিবার সন্ধ্যায় সমাজের প্রতি তাঁর সেবাভাব স্মরণ করে মাধবরূপে পূজা-র আয়োজন করা হয়।
অনুষ্ঠানে গৌরহরি দত্তের দীর্ঘ কর্মজীবনের উল্লেখযোগ্য ঘটনা স্মরণ করে শংসাপত্র, নৈবেদ্য এবং বস্ত্র প্রদান করা হয়। শ্রদ্ধার্ঘ্য পরিবারের পক্ষ থেকে গৌতম সেন তা প্রদান করেন। এই উপলক্ষে সমাজসেবী এবং আরএসএস এর বিভাগ প্রচারক রজত রায় গৌরহরি দত্তকে শ্রীমদ্ভগবদ গীতা নিবেদন করেন।
উল্লেখ্য, ১৯৭৫ সালের জরুরি অবস্থার সময় গৌরহরি দত্ত ২১ মাস সশ্রম কারাদণ্ড ভোগ করেন এবং অমানবিক নির্যাতনের সম্মুখীন হয়েছিলেন। তিনি একজন সুবক্তা। প্রায় ৬৫টি স্থানে রামায়ণ এবং মহাভারতের উপর বক্তৃতা দিয়েছেন তিনি, যা সমাজের উপর গভীর প্রভাব ফেলেছে।
রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের মেদিনীপুর বিভাগের সহ-সম্পর্ক প্রমুখ এবং শ্রদ্ধার্ঘ্য পরিবারের সম্পাদক অশোক কুমার পাড়িয়া জানিয়েছেন, এটি তাঁদের ২৫তম শ্রদ্ধাজ্ঞাপন কর্মসূচি। তাঁদের লক্ষ্য হল, ২০২৬ সালের মধ্যে দেশের সেবায় নিয়োজিত ১০০ জন ব্যক্তিকে সম্মানিত করা। এই পরিবারের পক্ষ থেকে ডঃ মৃণাল মণ্ডল (অধ্যাপক, আইআইটি খড়গপুর) বলেন, 'যোগস্থঃ কুরু কর্মাণি সংঘ ত্যক্ত্ব ধনঞ্জয়' - কর্মযোগে আসক্তিহীনভাবে কর্তব্য পালনের বার্তা এটি।
গৌরহরি দত্তের পরিবারের সদস্যরা নিত্যানন্দ দত্ত এবং পাঞ্চালি দত্ত তাঁর জীবনের গুরুত্বপূর্ণ দিকগুলি সকলের সঙ্গে ভাগ করে নেন। তপন দত্ত, রতন দত্ত, স্বপন দত্ত এবং কিঙ্কর দত্তও তাঁদের চিন্তাভাবনা ভাগ করে নেন। তাঁর নাতি শৌর্য এবং নাতনী রাধারাণী গীতার শ্লোক পাঠ করেন এবং সঙ্গীত পরিবেশন করেন। প্রায় ১০০ জন বিশিষ্ট ব্যক্তিকে শ্রীমদ্ভগবদ গীতা নিবেদন করে শ্রদ্ধার্ঘ্য পরিবার। সহ-সভাপতি বিশ্বম্ভর ঘোষের ধন্যবাদ জ্ঞাপন এবং কল্যাণ মন্ত্রের মাধ্যমে অনুষ্ঠান সম্পন্ন হয়।
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ