
কলকাতা, ৯ নভেম্বর (হি.স.): “একদিকে ভাইপোশ্রীর ডিজিটাল ভাঁড়েরা গলার রগ ফুলিয়ে চেল্লাচ্ছে, বিজেপি নাকি বাঙালিবিরোধী ”! এই মন্তব্য করে প্রাক্তন রাজ্যপাল তথাগত রায় প্রশ্ন তুলেছেন, “তৃণমূলী হতে হলে কি চোখের চামড়াহীন নির্লজ্জ বেহায়া হতে হয়”?
শনিবার রাতে তিনি এক বার্তায় লিখেছেন, “ পিসিমণি বিহারী দলবদলু শত্রুঘ্ন সিনহাকে বঙ্গবিভূষণে ভূষিত করছেন, গুজু মুসলমান ইউসুফ পাঠানকে নিয়ে আহ্লাদ করছেন ! এরা যে শুধু অবাঙালি তা নয়, কেউ এক অক্ষর বাংলা বলতে পারে না, চেষ্টাও করে না!”
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত