
পাটনা, ৯ নভেম্বর (হি.স.): ভাই তেজস্বী প্রসাদের জন্মদিনে বিহারের দ্বিতীয় দফার ভোটের প্রচারের শেষ দিনে রবিবার দাদা তেজপ্রতাপ বললেন, ভাইয়ের জন্মদিনে অনেক শুভেচ্ছা থাকল। তবে দূর থেকে! এক সময়ে নিজেকে কৃষ্ণ, ওকে (তেজস্বী প্রসাদ) অর্জুন ভাবতাম। এখন আমি ওই পরিবারের কেউ নই। ভাই তেজস্বীর জন্মদিনে তাঁর উজ্জ্বল ভবিষ্যৎ প্রার্থনা করেছেন দাদা তেজপ্রতাপ।
এদিকে, তেজপ্রতাপ যাদবের জন্য 'ওয়াই' শ্রেণির নিরাপত্তা কার্যকর হয়েছে। নিরাপত্তা বাড়ানোর প্রশ্নে তেজপ্রতাপের মন্তব্য, অনেক শত্রু আছে। বাতাবরণ তো ভাল নয়। কে কখন হামলা চালায়! কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক ভাল মনে করেছে, তাই করেছে।
উল্লেখ্য, বিহার বিধানসভা নির্বাচনের দ্বিতীয় পর্যায়ে ২০টি জেলার ১২২টি বিধানসভা আসনে ভোটগ্রহণ হবে আগামী মঙ্গলবার। তার আগে তেজপ্রতাপ যাদবের নিরাপত্তা বাড়ানোর বিষয়টি নিয়ে চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে।
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ