অবশেষে শীতের আমেজ, পারদ নামছে সমগ্র পশ্চিমবঙ্গেই
কলকাতা, ৯ নভেম্বর (হি.স.): অবশেষে শীতের আমেজ মালুম হচ্ছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। শীতের দাপট বাড়ছে উত্তরবঙ্গেও। আগামী কয়েকদিনের শীতের আমেজ আরও বাড়বে বলেই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। রাজ্যে আরও কিছুটা নামতে পারে পারদ। আগামী দু’-তি
অবশেষে শীতের আমেজ, পারদ নামছে সমগ্র পশ্চিমবঙ্গেই


কলকাতা, ৯ নভেম্বর (হি.স.): অবশেষে শীতের আমেজ মালুম হচ্ছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। শীতের দাপট বাড়ছে উত্তরবঙ্গেও। আগামী কয়েকদিনের শীতের আমেজ আরও বাড়বে বলেই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। রাজ্যে আরও কিছুটা নামতে পারে পারদ। আগামী দু’-তিন দিনে আরও তিন-চার ডিগ্রি তাপমাত্রা কমতে পারে।

আগামী তিন থেকে চার দিনে অন্তত চার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী কয়েক দিন শীতের আমেজ মিলবে। রাজ্যের পশ্চিমের জেলাগুলিতে রাতের তাপমাত্রা ১৫-১৫ ডিগ্রি সেলসিয়াসের নীচে নামতে পারে। রবিবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌমিতা




 

 rajesh pande