গুয়াহাটির ব্ৰহ্মপুত্ৰে নিখোঁজ আমেরিকা, অস্ট্রেলিয়া, দিল্লি, গুয়াহাটি সহ অসমের পাঁচ যুবক
গুয়াহাটি, ১০ ডিসেম্বর (হি.স.) : গুয়াহাটি মহানগরীর খারঘুলি এলাকার জয়পুরে ভরা ব্ৰহ্মপুত্ৰে নেমে নিখোঁজ হয়ে গেছেন আমেরিকা ও অস্ট্রেলিয়া সহ গুয়াহাটির পাঁচ যুবক। ঘটনা আজ বুধবার বিকালের দিকে সংঘটিত হয়েছে। জানা গেছে, খারঘুলির ভক্তি কুটির মন্দিরে গিয়েছিল
ব্ৰহ্মপুত্ৰে নিখোঁজ পাঁচ যুবকের সন্ধানে এনডিআরএফ-এর দল


উদ্ধার অভিযানে এনডিআরএফ


গুয়াহাটি, ১০ ডিসেম্বর (হি.স.) : গুয়াহাটি মহানগরীর খারঘুলি এলাকার জয়পুরে ভরা ব্ৰহ্মপুত্ৰে নেমে নিখোঁজ হয়ে গেছেন আমেরিকা ও অস্ট্রেলিয়া সহ গুয়াহাটির পাঁচ যুবক। ঘটনা আজ বুধবার বিকালের দিকে সংঘটিত হয়েছে।

জানা গেছে, খারঘুলির ভক্তি কুটির মন্দিরে গিয়েছিলেন নয় যুবক। মন্দিরে পুজো দেওয়ার আগে তাঁরা ব্রহ্মপুত্রে স্নান করতে নেমেছিলেন। তখন আচমকা এঁরা জলে তলিয়ে যান। এঁদের মধ্যে দুজন গুয়াহাটির উলুবাড়িতে অবস্থিত ইসকন মন্দির রোডের উপেশ কুমার ও উপেন কুমারকে নৌকার মাঝি এবং আরও দুজনকে উদ্ধার করেন এনডিআরএফ-এর জওয়ানরা। চারজনকে নিয়ে হাসপাতালে ভরতি করা হয়েছে। বাকি পাঁচজনকে উদ্ধার করতে সন্ধ্যা পর্যন্ত তালাশি অভিযান চালিয়েছে এনডিআরএফ।

এদিকে, উদ্ধারকৃক চার যুবক পুলিশের জেরায় বলেছে, তাঁরা ব্রহ্মপুত্রের পাড়ে ফলমূল খেয়ে স্নান করতে নদে নেমেছিল। এ সব কাজে তাদের নেতৃত্ব দিচ্ছিলেন ভক্তি কুটিরের মালিকের ছেলে।

তারা জানায়, তাঁদের সঙ্গে ছিলেন অস্ট্রেলিয়ার বাসিন্দা প্ৰণব নায়ার এবং আমেরিকার এক যুবক। আমেরিকার যুবকের নাম তারা পুলিশকে জানাতে পরেনি। এখনও যে পাঁচজন যুবক সন্ধানহীন তাদের মধ্যে একজন গুরগাঁয়ের বাসিন্দা সাগর, অসমের বিশ্বনাথ জেলার জনৈক প্ৰতাপ, গুয়াহাটির অভিজিৎ, বঙাইগাঁওয়ের রণক সাদাক, শোণিতপুরের উপেশ কুমার।

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস




 

 rajesh pande