
কলকাতা, ৯ ডিসেম্বর (হি.স.) : বুধবার সকালে রেড রোডে একটি গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে একটি বেপরোয়া গাড়ি সজোরে রাস্তার পাশের বিদ্যুতের খুঁটিতে ধাক্কা মারে। একটি গাছেও ধাক্কা মারে গাড়িটি।
গতি এতটাই বেশি ছিল যে গাড়ির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। গাড়ির মধ্যে ছিলেন দু’জন। তাঁরা সম্পর্কে বাবা-ছেলে বলে খবর। দু’জনকেই জখম অবস্থায় উদ্ধার করে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
গাড়ির ধাক্কায় জখম হন এক সাফাই কর্মী মহিলাও। তাঁর নাম রশিদা বেগম, বাড়ি রায়চকে। গাড়ির গতি এতটাই বেশি ছিল যে গাছ ও বাতিস্তম্ভ ভেঙে গিয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত