
উত্তর ২৪ পরগনা, ৯ ডিসেম্বর (হি.স.): খড়দায় বুথ লেভেল অফিসার (বিএলও) র বাড়িতে দুষ্কৃতী তাণ্ডবের ঘটনায় এলাকায় রীতিমতো আতঙ্ক দেখা দিয়েছে।
রাতে মানব চন্দের বাড়িতে এই হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ। তিনি ওই বিধানসভার ৪৩ নম্বর বুথের বিএলও হিসাবে দায়িত্বে রয়েছেন। রাতেই স্থানীয় খড়দা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তিনি। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। কে বা কারা এই ঘটনা ঘটাল তা খতিয়ে দেখা হচ্ছে। অন্যদিকে ঘটনায় প্রশ্নের মুখে বিএলওদের নিরাপত্তা।
খড়দার সূর্য সেন অঞ্চলের বাসিন্দা মানব চন্দের অভিযোগ, রাতের অন্ধকারে হঠাৎ করেই একদল দুষ্কৃতী তাঁর বাড়িতে হামলা চালায়। ছোঁড়া হয় ইট-পাটকেলও! এমনকী দরজাতেও ক্রমাগত লাথি মারা হয় বলে অভিযোগ। রাতে এই ঘটনায় রীতিমতো আতঙ্কে পড়ে যান ওই বিএলও এবং তাঁর পরিবারের অন্যান্যরা।
গোটা ঘটনা এলাকায় জানাজানি হতেই একেবারে শোরগোল পড়ে যায় খড়দার সূর্য সেন অঞ্চলে। ঘটনার প্রতিবাদে বিক্ষোভও দেখাতে থাকেন স্থানীয় বাসিন্দাদের একাংশ। খবর দেওয়া হয় স্থানীয় নির্দল কাউন্সিলর অর্পিতা দাশগুপ্তকে। ঘটনার খবর পেয়ে আসেন তিনি। পুরো ঘটনা খতিয়ে দেখেন।
হাতে আর কয়েকটা দিন। আগামী সপ্তাহেই প্রকাশিত হবে খসড়া ভোটার তালিকা। তার আগেই বিএলও নিয়ে উত্তেজক পরিস্থিতি তৈরি হয়েছে বিভিন্ন অঞ্চলে।
---------------
হিন্দুস্থান সমাচার / অশোক সেনগুপ্ত