
উত্তর ২৪ পরগনা, ১০ ডিসেম্বর (হি.স.): বনগাঁ পুরসভার চেয়ারম্যান পদ থেকে অবশেষে পদত্যাগ করলেন গোপাল শেঠ। বুধবার দুপুরেই পুরসভায় আস্থাভোট হওয়ার কথা ছিল। তবে তাঁর আগেই পদ ছা়ড়লেন গোপালবাবু।
গোপালবাবুকে নিয়ে বেশ কিছু দিন ধরেই দলের অন্দরে ক্ষোভ শুরু হয়। বনগাঁ পুরসভার পরিষেবা নিয়ে দীর্ঘ দিন স্থানীয়দের মধ্যে অসন্তোষ ছিল। সেই অসন্তোষ ছড়ায় কাউন্সিলরদের মধ্যেও। অনেকেই গোপালবাবুর বিরুদ্ধে সুর চড়াতে থাকেন।
এই পরিস্থিতিতে সরাসরি হস্তক্ষেপ করেন দলের শীর্ষ নেতৃত্ব। গত ৬ নভেম্বর দলের তরফে তাঁকে বনগাঁ পুরসভার চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দিতে বলা হয়। সাত দিন সময়ও বেঁধে দেওয়া হয়। কিন্তু তার পরেও পদ ছাড়তে নারাজ ছিলেন গোপালবাবু। উল্টে ছুটিতে চলে যান। অবশেষে দলের শীর্ষ নেতৃত্বের নির্দেশ মেনে বুধবার তিনি পদত্যাগ করেন।
পদত্যাগপত্রে তিনি জানান, তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সীর নির্দেশেই ইস্তফা দিয়েছেন।
---------------
হিন্দুস্থান সমাচার / অশোক সেনগুপ্ত