শ্রীভূমির বারইগ্রা‌মে রেলেওয়ে লেভেল ক্রো‌সিঙে লাইনচ্যুত পণ্যবা‌হী ট্রেন, দুপাশে আটক শতাধিক গাড়ি
শ্ৰীভূমি (অসম), ১০ ডিসেম্বর (হি.স.) : শ্রীভূমি জেলার অন্তর্গত বারইগ্রা‌মে রেলওয়ের লেভেল ক্রো‌সিঙে একটি পণ্যবাহী ট্রেন লাইনচ্যুত হয়েছে। এর ফলে লেভেল ক্রসিঙের দু-পাশে শতাধিক যাত্রীবাহী ছোট-বড় গাড়ি এবং পণ্যবাহী লরি আটকে পড়েছে। এতে চূড়ান্ত জনদুর্ভ
লাইনচ্যুত পণ্যবাহী ট্রেন


লেবেলক্ৰসিং গেটের দুপাশে আবদ্ধ শতাধিক গাড়ি


শ্ৰীভূমি (অসম), ১০ ডিসেম্বর (হি.স.) : শ্রীভূমি জেলার অন্তর্গত বারইগ্রা‌মে রেলওয়ের লেভেল ক্রো‌সিঙে একটি পণ্যবাহী ট্রেন লাইনচ্যুত হয়েছে। এর ফলে লেভেল ক্রসিঙের দু-পাশে শতাধিক যাত্রীবাহী ছোট-বড় গাড়ি এবং পণ্যবাহী লরি আটকে পড়েছে। এতে চূড়ান্ত জনদুর্ভোগ পোহাতে হচ্ছে অসংখ্য যাত্রীকে।

ঘটনা আজ বুধবার সকাল প্রায় ১১টা নাগাদ বদরপুর-দুল্লভছড়া রুটের অসম-‌ত্রিপুরা ৮ নম্বর জাতীয় সড়কে বারইগ্রামে রেলওয়ে লেভেল ক্রসিঙে পাথর বোঝাই পণ্যবাহী ট্ৰেন ‘ট্ৰ্যাক আউট’ হ‌য়ে যায়। এতে থমকে যায় বদরপুর-দুল্লভছড়া রেল রু‌টে ঘটনা‌টি সংঘ‌টিত হয়েছ অসম-ত্ৰিপুরার লাইফ লাইন আট নম্বর জাতীয় সড়ক। জাতীয় সড়কে লেভেল ক্রসিঙের উভয় পা‌শে বহু দূরপাল্লার যাত্রী ও পণ্যবাহী গাড়ি আটকে প‌ড়ে। যাত্রী‌দের ম‌ধ্যে হাহাকারের সৃষ্টি হয়।

ঘটনার খবর পেয়ে বদরপুর থেকে রেলওয়ের উদ্ধারকারী দল ঘটনাস্থলে এসে ভূতল সড়কে যানবাহন চলাচল শুরু করতে কা‌জে নে‌মে পড়েন। প্রায় ঘণ্টাখানেক পর রেলকর্মীদের প্রচেষ্টায় জাতীয় সড়‌কে যানবাহন চলাচল স্বাভা‌বিক হয়।

হিন্দুস্থান সমাচার / মনোজিৎ দাস




 

 rajesh pande