
নয়াদিল্লি, ১০ ডিসেম্বর (হি.স.): ইউনেস্কোর আবহমান ঐতিহ্য তালিকায় দীপাবলি অন্তর্ভুক্ত হওয়ায় উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণণ সন্তোষ প্রকাশ করেছেন। বিশ্বজনীন এই স্বীকৃতি প্রতিটি ভারতীয়ের কাছে অত্যন্ত গর্বের বলে মন্তব্য করেছেন তিনি।
সামাজিক মাধ্যমে এক পোস্টে উপরাষ্ট্রপতি বলেছেন, দীপাবলি নিছক এক উৎসব নয়, সভ্যতার এমন এক ছাপ যা জাতিকে ঐক্যবদ্ধ করে এবং বিশ্ব জুড়ে অনুরণিত হয়। এই উৎসব ভারতের বহুসংস্কৃতিবাদ, বহুত্ববাদ ও সামাজিক ঐক্যকে তুলে ধরে, আশা, সমন্বয় এবং অন্ধকারের বিরুদ্ধে আলো ও অধর্মের বিরুদ্ধে ধর্মের জয়ের চিরন্তন বার্তা বহন করে।
সহনাগরিকদের অভিনন্দন জানিয়ে উপরাষ্ট্রপতি বলেছেন, এই সম্মান ভারতের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য এবং মানবতার প্রতি ভারতের সুস্থিত বার্তার উদযাপন।
এই বিষয়ে জানিয়েছে ভারত সরকারের প্রেস ইনফরমেশন ব্যুরো|
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ