
দক্ষিণ ২৪ পরগনার, ৯ ডিসেম্বর,(হি.স.): বুধবার সকালে বিনা নোটিসে নুরপুর থেকে পূর্ব মেদিনীপুরের গেঁওখালির মধ্যে ফেরি সার্ভিস বন্ধ করার অভিযোগ উঠল। পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনার বড় অংশের বাসিন্দারা এই ফেরি সার্ভিসের উপরে নির্ভর করেন।
এ দিন গেঁওখালি থেকে প্রথম লঞ্চ ছাড়ার কথা ছিল ভোর ৫টা ৫০ মিনিটে। কিন্তু লঞ্চ ছাড়েনি বলে অভিযোগ যাত্রীদের। এর পর থেকে দুপুর পর্যন্ত কোনও পরিষেবাই পাওয়া যায়নি বলে অভিযোগ যাত্রীদের। মঙ্গলবারও একই সমস্যার মুখোমুখি হয়েছিলেন বলে অভিযোগ একাধিক যাত্রীর।
এ দিকে, এই ফেরি সার্ভিসের দায়িত্বপ্রাপ্ত সংস্থার তরফে জানানো হয়েছে, ‘ফিটনেস’ সংক্রান্ত সমস্যার কারণে সকালের লঞ্চ বাতিল করা হয়েছে। বিকল্প একটি লঞ্চের ব্যবস্থা করা হয়েছে ইতিমধ্যেই। দুপুরের পর থেকে সমস্যা দূর হবে বলেও জানানো হয় কর্তৃপক্ষের তরফে। পাশাপাশি সমস্যার বিষয়ে নোটিস না দেওয়ার বিষয়টি স্বীকার করে নেন তাঁরা।
গেঁওখালি থেকে নুরপুর এবং গাদিয়াড়া-এই দু’টি জায়গায় ফেরি সার্ভিস রয়েছে। গাদিয়াড়া পর্যন্ত ফেরি সার্ভিস চললেও বুধবার সকালেও কোনও নোটিস ছাড়াই নুরপুর পর্যন্ত পরিষেবা বন্ধ রাখা হয়। ফলে ভোগান্তিতে পড়তে হয় বহু মানুষকে। ফেরি পরিষেবার দায়িত্বে রয়েছে ইউনাইটেড ট্রান্সপোর্ট কোম্পানি।
নাটশাল-১ গ্রাম পঞ্চায়েতের প্রধান শিবপ্রসাদ বেরা জানান, এই ফেরি পরিষেবা বন্ধ হলে বহু মানুষের ভোগান্তি হয়। কেন এই ধরনের ঘটনা ঘটল, তা খতিয়ে দেখা উচিত।
---------------
হিন্দুস্থান সমাচার / অশোক সেনগুপ্ত