
কলকাতা, ১০ ডিসেম্বর (হি. স.) : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঐকান্তিক উদ্যোগে চন্ডীতলার এক নম্বর ব্লকে ভ্রাম্যমান চিকিৎসা কেন্দ্রের শুভ উদ্বোধন হল। বুধবার উদ্বোধন করেন চন্ডীতলা - ১ নম্বর ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক ড. দীপাঞ্জন জানা। এছাড়াও উপস্থিত ছিলেন আইয়া গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্রের বি এম ও সি এইচ অভিষেক হালদার, চন্ডীতলা - ১ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি মলয় খাঁ, সহকারী সভাপতি সনৎ সানকি, মশাট গ্রাম পঞ্চায়েতের প্রধান সঞ্জিত দাড়ি জেলা পরিষদের সদস্য শুভ্রা ঘোষ সমেত সরকারি আধিকারিকবৃন্দ, পঞ্চায়েত সমিতির সদস্য ও সদস্যবৃন্দ বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের প্রধান সহ অন্যান্যরা।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত