মানবাধিকার দিবস উপলক্ষে শুভেচ্ছাজ্ঞাপন রাজ্যপালের
কলকাতা, ১০ ডিসেম্বর (হি.স.): মানবাধিকার দিবস উপলক্ষে শুভেচ্ছা জ্ঞাপন করেছেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল সি ভি আনন্দ বোস| তাঁর বিশেষ দায়িত্বপ্রাপ্ত আধিকারিক সোশ্যাল মিডিয়ায় জানান, মাননীয় রাজ্যপাল মানবাধিকার দিবস উপলক্ষে সকলকে আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপন
মানবাধিকার দিবস উপলক্ষে শুভেচ্ছাজ্ঞাপন রাজ্যপালের


কলকাতা, ১০ ডিসেম্বর (হি.স.): মানবাধিকার দিবস উপলক্ষে শুভেচ্ছা জ্ঞাপন করেছেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল সি ভি আনন্দ বোস| তাঁর বিশেষ দায়িত্বপ্রাপ্ত আধিকারিক সোশ্যাল মিডিয়ায় জানান, মাননীয় রাজ্যপাল মানবাধিকার দিবস উপলক্ষে সকলকে আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপন করেছেন। প্রতি বছর ১০ ডিসেম্বর পালিত এই দিনটি ১৯৪৮ সালে জাতিসংঘের সাধারণ পরিষদ কর্তৃক গৃহীত সর্বজনীন মানবাধিকার সনদ (UDHR)-এর স্মৃতিবহ।

এই দিন মানবাধিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, সমতা, মর্যাদা এবং সকলের জন্য ন্যায়বিচারের প্রতি অঙ্গীকারকে নবায়ন করার দিন।

মানবাধিকার একটি মৌলিক ধারণা, যার পরিধি বিস্তৃত ও সর্বব্যাপী। মানবাধিকার শুধুমাত্র আইন প্রয়োগের মধ্যেই সীমাবদ্ধ নয়; এটি আমাদের সকলের মানসিকতা, দায়িত্ববোধ এবং নৈতিক অঙ্গীকারের সঙ্গে গভীরভাবে যুক্ত।

সকলের মানবাধিকার নিশ্চিত করতে হলে আমাদের সক্রিয় ভূমিকা গ্রহণ করতে হবে। মানবাধিকার তখনই বিকশিত হয়, যখন আমরা সচেতন হই এবং অন্যদের সচেতন করি। মানবাধিকার কার্যকর হয় তখনই, যখন আমরা তার সুষ্ঠু প্রয়োগে সহায়তা করি। মানবাধিকার সুরক্ষিত হয় তখনই, যখন আমরা সকলের জন্য সমতা, ন্যায় এবং মর্যাদাকে উৎসাহিত ও সমর্থন করি।

এই দিনে আসুন আমরা সকলেই পুনরায় অঙ্গীকার করি—আমাদের ঘরে, আমাদের প্রতিবেশে, আমাদের গ্রামে, আমাদের শহরে—মানবাধিকারের রক্ষক ও প্রবক্তা হওয়ার। যেন আমাদের সমাজে কেউ সামাজিক অবিচার, অর্থনৈতিক বঞ্চনা বা রাজনৈতিক আধিপত্যের শিকার না হন।

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande