বুধেও ভোগান্তি অব্যাহত, বেলা পর্যন্ত ইন্ডিগোর ১০০-র বেশি উড়ান বাতিল
কলকাতা, ১০ ডিসেম্বর (হি.স.) : অব্যাহত যাত্রী ভোগান্তি। বুধবারও ইন্ডিগোর একের পর এক উড়ান বাতিল হচ্ছে দেশের বিভিন্ন বিমানবন্দরে। জানা গিয়েছে, বুধবার বেলা ১২টা পর্যন্ত ১০০-র বেশি উড়ান বাতিল হয়েছে। বিপর্যয় শুরু হওয়ার পর কেটে গিয়েছে আট দিন। তবে এখনও
ইন্ডিগোর ১০০-র বেশি উড়ান বাতিল


কলকাতা, ১০ ডিসেম্বর (হি.স.) : অব্যাহত যাত্রী ভোগান্তি। বুধবারও ইন্ডিগোর একের পর এক উড়ান বাতিল হচ্ছে দেশের বিভিন্ন বিমানবন্দরে। জানা গিয়েছে, বুধবার বেলা ১২টা পর্যন্ত ১০০-র বেশি উড়ান বাতিল হয়েছে। বিপর্যয় শুরু হওয়ার পর কেটে গিয়েছে আট দিন। তবে এখনও পরিষেবা পুরোপুরি স্বাভাবিক করতে পারেননি ইন্ডিগো কর্তৃপক্ষ। অন্যদিকে, ইন্ডিগো বিপর্যয়ের প্রভাব পড়েছে বাণিজ্যেও! শুধু বিমানক্ষেত্রে নয়, অন্য অনেক ব্যবসা ধাক্কা খেয়েছে এই বিপর্যয়ে। বেশি ক্ষতি হয়েছে দিল্লিতে।

গত সপ্তাহে মঙ্গলবার থেকে ইন্ডিগোর বিমান বিপর্যয় শুরু হয়। দেশের বিভিন্ন বিমানবন্দরে বহু উড়ান বাতিল হতে শুরু করে। শুধু ঘরোয়া নয়, আন্তর্জাতিক উড়ান বাতিলের সংখ্যাও কম নয়। সাড়ে চার হাজারের বেশি ইন্ডিগো উড়ান বাতিল হয়েছে এই ন’দিনে। বুধবার অহমদাবাদ, দিল্লি, কলকাতা বিমানবন্দর থেকে অনেকগুলি উড়ান বাতিল করতে হয়েছে ইন্ডিগোকে।

টানা উড়ান বিপর্যয়ের রেশ গিয়ে পড়েছে রাজধানীর ব্যবসামহলে। বিমানবন্দর ছাড়িয়ে সঙ্কট ছড়িয়েছে দিল্লির অর্থনীতিতে। চেম্বার অফ ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রির (সিটিআই) অনুমান, হাজার হাজার উড়ান বাতিলের ফলে রাজধানীর বাণিজ্য, শিল্প, পর্যটনশিল্পে গত কয়েক দিনে প্রায় এক হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে!

---------------

হিন্দুস্থান সমাচার / অশোক সেনগুপ্ত




 

 rajesh pande