অসম আন্দোলনে আত্মবলিদানকারী শহিদদের সশ্রদ্ধ স্মরণ প্ৰধানমন্ত্ৰী মোদীর
গুয়াহাটি, ১০ ডিসেম্বর (হি.স.) : অসম আন্দোলনে আত্মবলিদানকারী শহিদদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেছেন প্ৰধানমন্ত্ৰী নরেন্দ্ৰ মোদী। আজ ১০ ডিসেম্বর, গোটা অসমে পালিত হচ্ছে শহিদ দিবস। রাজ্যের সব প্রান্তের মানুষ নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে আজ অসম আন্দোলনে ৮৬০
এক্স-এ প্ৰধানমন্ত্ৰীর শহিদ-স্মরণ


গুয়াহাটি, ১০ ডিসেম্বর (হি.স.) : অসম আন্দোলনে আত্মবলিদানকারী শহিদদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেছেন প্ৰধানমন্ত্ৰী নরেন্দ্ৰ মোদী।

আজ ১০ ডিসেম্বর, গোটা অসমে পালিত হচ্ছে শহিদ দিবস। রাজ্যের সব প্রান্তের মানুষ নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে আজ অসম আন্দোলনে ৮৬০ জন আত্মবলিদানকারী শহিদদের শ্রদ্ধাঞ্জলি অর্পণ করছেন।

আজকের চিরস্মরণীয় এই দিনে প্ৰধানমন্ত্ৰী নরেন্দ্ৰ মোদী তাঁর অফিশিয়াল এক্স হ্যান্ডলে অসম আন্দোলনের শহিদদের শ্ৰদ্ধাঞ্জলি জ্ঞাপন করেছেন। অসমিয়া ভাষায় শহিদদের ত্যাগকে স্মরণ করে প্ৰধানমন্ত্ৰী লিখেছেন, ‘আজি শহিদ দিবস উপলক্ষ্যে অসম আন্দোলনে অংশগ্ৰহণকারী সকল শৌর্যকে স্মরণ করছি। এই আন্দোলন সর্বদা আমাদের ইতিহাসে এক গুরুত্বপূৰ্ণ স্থান অধিকার করে থাকবে। অসমের সংস্কৃতিকে সবল করার পাশাপাশি রাজ্যটির সৰ্বাঙ্গীন উন্নয়নের স্বপ্ন যে সকল আন্দোলনকারী দেখেছিলেন, সেই স্বপ্নগুলি পূরণ করতে আমরা প্ৰতিশ্ৰুতিবদ্ধ।’

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস




 

 rajesh pande